ETV Bharat / state

তৃণমূল পরিচালিত সমবায় সমিতির বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ গ্রাহকদের

author img

By

Published : May 12, 2020, 4:17 PM IST

শতাধিক গ্রাহকের ফুড কুপনের বরাদ্দ রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে আজ সকালে খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতির রেশন দোকানের দরজা বন্ধ করে দেয় গ্রাহকরা । তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা ।

বিক্ষোভ
বিক্ষোভ

নন্দকুমার, 12 মে : দুর্নীতির অভিযোগ তুলে নন্দকুমারে তৃণমূল পরিচালিত সমবায় সমিতির রেশন দোকানে বিক্ষোভ দেখাল গ্রাহকরা । শতাধিক গ্রাহকের ফুড কুপনের বরাদ্দ রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে আজ সকালে খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতির রেশন দোকানের দরজা বন্ধ করে দেয় গ্রাহকরা । তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । পরে নন্দকুমার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এ বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েকের অভিযোগ, "দীর্ঘদিন ধরেই তৃণমূল পরিচালিত সমবায় সমিতির ওই রেশন দোকান থেকে নন্দকুমার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা সমবায় সমিতির ডাইরেক্টর অনুপ কুমার বেরা লাখ লাখ টাকার সরকারি রেশন সামগ্রী আত্মসাৎ করেছেন । গ্রাহকরা বরাদ্দ সামগ্রী না পেয়ে আজ বিক্ষোভ দেখায় । আমরা চাই অবিলম্বে রেশন দুর্নীতির অভিযোগে অনুপ বেরাকে গ্রেপ্তার করা হোক ।" যদিও অনুপ বেরা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই রেশন দোকানে বণ্টনের কাজ দেখভাল করতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা সমবায় সমিতির সম্পাদক দীপক সামন্ত । সে সময়ই গ্রাহকরা তাদের ফুড কুপনের বরাদ্দ রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে । গ্রাহকরা উত্তেজিত হয়ে দোকান বন্ধ করে দেয় । বেশ কয়েক ঘণ্টা ধরে দীপক সামন্তকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ । বিক্ষোভের মুখে পড়ে দীপকবাবু দারস্থ হন নন্দকুমার থানার । বিক্ষোভকারীদের অভিযোগ, এপ্রিল মাসে রেশনে যে চাল ও গম বরাদ্দ করা হয়েছিল তা এলাকার প্রায় 300 ফুড কুপন প্রাপকদের দেওয়া হয়নি । আর এই বিপুল পরিমাণ সামগ্রীই আত্মসাৎ করেছে এলাকার তৃণমূল নেতারা । আর তাই ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ তথা সমবায় সমিতির ডাইরেক্টর তৃণমূল নেতা অনুপ বেরাকে গ্রেপ্তার করে তদন্তের দাবি জানায় তারা । পরে নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রাহকরা ।

এলাকার এক রেশন গ্রাহক শুভাশিস চক্রবর্তী অভিযোগ করে বলেন, "এপ্রিল মাসে আমার এক কেজি করে চাল ও গম সরকার থেকে বরাদ্দ থাকলেও আমাকে কেবলমাত্র এক কেজি চাল দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে । পরে খাদ্য দপ্তর থেকে জানতে পারি রেশন দোকান থেকে ইচ্ছাকৃতভাবেই আমাকে গম দেওয়া হয়নি । আমার মতো এলাকার বহু গ্রাহকের রেশন সামগ্রী আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত এই সমবায় সমিতি । আমরা চাই ঘটনার প্রকৃত তদন্ত হোক ।"

যদিও সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা রেশন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অনুপ বেরা । তিনি বলেন, "ভালোভাবে রেশন দেওয়ার কাজ চলছিল । BJP চক্রান্ত করে গন্ডগোল সৃষ্টি করার জন্য এভাবে বিক্ষোভ দেখিয়েছে গ্রাহকরা । রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।" বিক্ষোভের জেরে এদিন বন্ধ হয়ে যায় রেশন বণ্টনের কাজ । বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ ।

নন্দকুমার, 12 মে : দুর্নীতির অভিযোগ তুলে নন্দকুমারে তৃণমূল পরিচালিত সমবায় সমিতির রেশন দোকানে বিক্ষোভ দেখাল গ্রাহকরা । শতাধিক গ্রাহকের ফুড কুপনের বরাদ্দ রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগে আজ সকালে খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতির রেশন দোকানের দরজা বন্ধ করে দেয় গ্রাহকরা । তারপরই বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । পরে নন্দকুমার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এ বিষয়ে BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েকের অভিযোগ, "দীর্ঘদিন ধরেই তৃণমূল পরিচালিত সমবায় সমিতির ওই রেশন দোকান থেকে নন্দকুমার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা সমবায় সমিতির ডাইরেক্টর অনুপ কুমার বেরা লাখ লাখ টাকার সরকারি রেশন সামগ্রী আত্মসাৎ করেছেন । গ্রাহকরা বরাদ্দ সামগ্রী না পেয়ে আজ বিক্ষোভ দেখায় । আমরা চাই অবিলম্বে রেশন দুর্নীতির অভিযোগে অনুপ বেরাকে গ্রেপ্তার করা হোক ।" যদিও অনুপ বেরা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই রেশন দোকানে বণ্টনের কাজ দেখভাল করতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা সমবায় সমিতির সম্পাদক দীপক সামন্ত । সে সময়ই গ্রাহকরা তাদের ফুড কুপনের বরাদ্দ রেশন সামগ্রী না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে । গ্রাহকরা উত্তেজিত হয়ে দোকান বন্ধ করে দেয় । বেশ কয়েক ঘণ্টা ধরে দীপক সামন্তকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ । বিক্ষোভের মুখে পড়ে দীপকবাবু দারস্থ হন নন্দকুমার থানার । বিক্ষোভকারীদের অভিযোগ, এপ্রিল মাসে রেশনে যে চাল ও গম বরাদ্দ করা হয়েছিল তা এলাকার প্রায় 300 ফুড কুপন প্রাপকদের দেওয়া হয়নি । আর এই বিপুল পরিমাণ সামগ্রীই আত্মসাৎ করেছে এলাকার তৃণমূল নেতারা । আর তাই ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ তথা সমবায় সমিতির ডাইরেক্টর তৃণমূল নেতা অনুপ বেরাকে গ্রেপ্তার করে তদন্তের দাবি জানায় তারা । পরে নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রাহকরা ।

এলাকার এক রেশন গ্রাহক শুভাশিস চক্রবর্তী অভিযোগ করে বলেন, "এপ্রিল মাসে আমার এক কেজি করে চাল ও গম সরকার থেকে বরাদ্দ থাকলেও আমাকে কেবলমাত্র এক কেজি চাল দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে । পরে খাদ্য দপ্তর থেকে জানতে পারি রেশন দোকান থেকে ইচ্ছাকৃতভাবেই আমাকে গম দেওয়া হয়নি । আমার মতো এলাকার বহু গ্রাহকের রেশন সামগ্রী আত্মসাৎ করেছে তৃণমূল পরিচালিত এই সমবায় সমিতি । আমরা চাই ঘটনার প্রকৃত তদন্ত হোক ।"

যদিও সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা রেশন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অনুপ বেরা । তিনি বলেন, "ভালোভাবে রেশন দেওয়ার কাজ চলছিল । BJP চক্রান্ত করে গন্ডগোল সৃষ্টি করার জন্য এভাবে বিক্ষোভ দেখিয়েছে গ্রাহকরা । রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।" বিক্ষোভের জেরে এদিন বন্ধ হয়ে যায় রেশন বণ্টনের কাজ । বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.