পূর্বস্থলী, 6 নভেম্বর: উৎসবের আবহে মুছে গেল বিভাজনের রেখা । হিন্দু ভাইদের ভোট দিলেন মুসলিম বোনেরা । আবার মুসলিম বোনেরা ফোঁটা দিলেন হিন্দু ভাইদের ৷ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের পৌরহিত্যে শনিবার এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে । তবে এই প্রথম নয়, বিগত 14 বছর ধরে এমনটাই চলে আসছে সেখানে ।
শনিবার পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের শ্রীরামপুরের হিন্দু-মুসলিম বাসিন্দারা একসঙ্গে ভাইফোঁটার অনুষ্ঠানে শামিল হন ৷ হিন্দু মহিলারা প্রথমে পাড়ার মুসলিম দাদা-ভাইদের কপালে ফোঁটা দেন ৷ তার পর মুসলিম মহিলারা ফোঁটা দেন হিন্দু দাদা-ভাইদের কপালে ৷ বিধি মেনেই মাথায় ধান-দূর্বা ঠেকিয়ে পরস্পরের মঙ্গলকামনাও করেন সকলে ৷ তার পর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি পড়ে ৷ শুরু হয় মিষ্টিমুখ, খাওয়া-দাওয়া ৷
আরও পড়ুন: Haldia Exide : কারখানার জন্য জমি দিয়ে মেলেনি চাকরি, হলদিয়ায় বিক্ষোভ জমিদাতাদের
এ দিনের ভাইফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তিনি বলেন, ‘‘14 বছর ধরে সম্প্রীতির ভাইফোঁটা পালন করে আসছি আমরা ৷ এখানে হিন্দু-মুসলিমের মধ্যে ভাই-বোনের সম্পর্ক ৷ এই এলাকা সম্প্রীতির নজির ৷’’
এলাকার বাসিন্দা তথা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আজিজুন্নেসা খাতুন বলেন, ‘‘আমি বছর দশের ধরে আমি সম্প্রীতির ভাইফোঁটায় অংশ নিয়ে আসছি ৷ আমার তো খুবই ভাল লাগে ৷ মন্ত্রীকে ফোঁটা দিই আমি ৷’’ জোর করে নয়, নিজের ইচ্ছাতেই বছর বছর এলাকায় সম্প্রীতির ভাইফোঁটা হয়ে আসছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন: TMC vs BJP: কাঁথিতে তৃণমূল-বিজেপি ধুন্ধুমার, পড়ল বোমাও, আহত বেশ কয়েক জন