কলকাতা, 4 এপ্রিল : সদ্য নিজ়ামউদ্দিন থেকে ফিরেছেন হলদিয়া বন্দরের শিপ হ্যান্ডেলিং বিভাগের ইঞ্জিনিয়ার । খবর চাউর হতেই বন্দরের কাজ ফেলে পালাল শ্রমিকরা । পাশাপাশি ওই ইঞ্জিনিয়ারের সংস্পর্শে আসা সব অফিসারকে কোয়ারানটাইনে পাঠালেন বন্দর কর্তৃপক্ষ ।
হলদিয়া বন্দরে শিপ হ্যান্ডেলিং বিভাগে কর্মরত ওই ইঞ্জিনিয়র 23 মার্চ দিল্লির নিজ়ামউদ্দিন থেকে ফেরেন । 25 মার্চ হলদিয়া মহকুমা হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান । চিকিৎসকরা তাঁকে 14 দিনের হোম কোয়ারানটাইনে থাকার নির্দেশ দেন । কিন্তু তিনি চিকিৎসকদের নির্দেশ অমান্য করে 30 মার্চ বন্দরে কাজে যোগ দেন ।
গতকাল সকালে বন্দরের ওই ইঞ্জিনিয়রের নিজ়ামউদ্দিন যোগের কথা কাজে যোগ এসে জানতে পারে শ্রমিকরা । আর তারপরই আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে যায় তারা । ফলে দুপুর থেকেই বন্ধ হয়ে যায় বন্দরের ম্যানুয়ালি লোডিং-আনলোডিংয়ের কাজ । তবে, মেকানিক্যাল অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফে । পাশাপাশি ওই ইঞ্জিনিয়ারের সংস্পর্শে আসা সব অফিসারকেও কোয়ারানটাইনে পাঠানোর ব্যবস্থা করা হয় । বন্দর কর্মীদের দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজ়ার-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ।