ETV Bharat / state

ভ্যাকসিন দিতে টাকা নেওয়ার অভিযোগে সরানো হল স্বাস্থ্য আধিকারিককে

author img

By

Published : Jul 15, 2021, 1:31 PM IST

কয়েকদিন আগে কোলাঘাট পাইকপাড়ী গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে । এরপর দফায় দফায় এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । এর জেরে বিএমওএইচকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর ।

সরানো হল স্বাস্থ্য আধিকারিককে
সরানো হল স্বাস্থ্য আধিকারিককে

কোলাঘাট, 15 জুলাই : কোলাঘাট পাইকপাড়ী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর । কয়েকদিন আগে এই হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে । এরপর দফায় দফায় এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

টনক নড়ে স্বাস্থ্য দফতরের । তারপর স্বাস্থ্য দফতরের নির্দেশে জেলা স্বাস্থ্যবিভাগের প্রতিনিধিদল তদন্ত শুরু করে । রিপোর্ট পাঠান হয় রাজ্য স্বাস্থ্য দফতরে ।

KOLAGHAT
স্বাস্থ্য দফতরের চিঠি

বুধবার স্বাস্থ্য দফতর থেকে কোলাঘাট পাইকপাড়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের BMOH শিবশংকর খানকে সরিয়ে দেয় । শিবশংকর খান বলেন , "কেন আমাকে সরিয়ে দেওয়া হল এখনও বুঝতে পারছি না । কয়েক ঘণ্টা আগে এই খবর পেয়েছি ৷ "

সরানো হল স্বাস্থ্য আধিকারিককে

আরও পড়ুন : শুভেন্দুর বাড়িতে কি জাল সিআইডি, প্রশ্ন বিজেপির ; তদন্তে আস্থা তৃণমূলের

তিনি বলেন আরও বলেন ," এই ঘটনার জন্য আমায় নিজের অফিস ছেড়ে একটি গোডাউনে কাজ করতে হয়েছে ৷ যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটাই এখন দেখার বিষয় ৷"

কোলাঘাট, 15 জুলাই : কোলাঘাট পাইকপাড়ী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর । কয়েকদিন আগে এই হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে । এরপর দফায় দফায় এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

টনক নড়ে স্বাস্থ্য দফতরের । তারপর স্বাস্থ্য দফতরের নির্দেশে জেলা স্বাস্থ্যবিভাগের প্রতিনিধিদল তদন্ত শুরু করে । রিপোর্ট পাঠান হয় রাজ্য স্বাস্থ্য দফতরে ।

KOLAGHAT
স্বাস্থ্য দফতরের চিঠি

বুধবার স্বাস্থ্য দফতর থেকে কোলাঘাট পাইকপাড়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের BMOH শিবশংকর খানকে সরিয়ে দেয় । শিবশংকর খান বলেন , "কেন আমাকে সরিয়ে দেওয়া হল এখনও বুঝতে পারছি না । কয়েক ঘণ্টা আগে এই খবর পেয়েছি ৷ "

সরানো হল স্বাস্থ্য আধিকারিককে

আরও পড়ুন : শুভেন্দুর বাড়িতে কি জাল সিআইডি, প্রশ্ন বিজেপির ; তদন্তে আস্থা তৃণমূলের

তিনি বলেন আরও বলেন ," এই ঘটনার জন্য আমায় নিজের অফিস ছেড়ে একটি গোডাউনে কাজ করতে হয়েছে ৷ যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এটাই এখন দেখার বিষয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.