ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরে আটক ব্যক্তি, কাঁথি থানায় বিক্ষোভ পরিবারের - east midnapur

প্রভাব খাটিয়ে টোটো চালক ভাইকে আটক করিয়েছেন ব্যক্তি । এই অভিযোগে কাঁথি থানায় বিক্ষোভ দেখালেন আত্মীয়রা ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 9:20 AM IST

কাঁথি, 23 মে : রাস্তা ও জমি নিয়ে পারিবারিক বিবাদ । দুই ভাইয়ের মধ্যে ঝামেলা । এক ভাইয়ের অভিযোগে আরেকজনকে গতকাল হঠাৎই পুলিশ আটক করে। যার জেরে কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখায় ওই ব্যক্তির পরিবার । বিক্ষোভে শামিল হন গ্রামবাসীদের একাংশও । বিক্ষোভের জেরে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় কাঁথি থানার পুলিশ । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার উত্তর দারুয়া এলাকার ।

দারুয়া এলাকায় বাড়ি বিভাস জানা ও বিকাশ জানার । সম্পর্কে দুই ভাই । জানা গেছে, প্রায় 20 বছর ধরে রাস্তা, জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে দু'জনের । বিকাশ জানা পেশায় কাঁথি পৌরসভার কর্মচারী। তাঁর এক ছেলে সুরঞ্জন জানা কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার । আর বিভাস জানা পেশায় টোটো চালক । জানা গেছে, কিছুদিন আগে বিকাশ জানা কাঁথি থানায় তাঁর ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেছিলেন । ফলে, গতকাল বিভাস জানাকে পুলিশ আটক করে । বিভাসের পরিবারের অভিযোগ, বিকাশ জানা পৌরসভায় কাজ করেন এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় রোজই মারধরের ভয় দেখাচ্ছেন । তাঁর ছেলে সিভিক ভলান্টিয়ার হওয়াই পুলিশ বিনা অপরাধে এভাবে আটক করল ।

গতকাল বিভাসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিবারের লোকজন কাঁথি থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন । যোগ দেন গ্রামবাসীদের একাংশও । বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর তাঁদের প্রশ্ন করা হলে বলেন, "না ছাড়লে আমরা বিক্ষোভ থেকে সরব না । এখানেই বসে থাকব সারারাত ।" এরপর অবশ্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিভাসকে ছেড়ে দেয় পুলিশ ।

এবিষয়ে বিভাস জানার পরিবারের এক সদস্য সুব্রত জানা বলেন, "আমাদের রাস্তা নিয়ে সমস্যা অনেকদিনের । বিকাশ জানা রাস্তা দখল করে বসে আছেন । আমাদের যাতাযাত করার রাস্তা দিচ্ছেন না । রাস্তা দিয়ে হাঁটলেই অকথ্য ভাষায় কথা বলেন । এনিয়ে গতবছর আমাকে ধরে মারধর করেন তিনি । তাঁর ছেলে সুরঞ্জন সিভিক ভলান্টিয়ার হওয়ায় আমাদের রোজই হুমকি দেন । শুধু আমাদের সঙ্গে না , পাড়ার লোকেদের সঙ্গেও এই রকম ব্যবহার করেন । আমরা চাই, ওঁদের শাস্তি হোক ।"

বিভাসের পরিবারের সদস্য দীপিকা জানা বলেন, "দীর্ঘ 20 বছর ধরে জায়গা নিয়ে মারপিট হয়ে আসছে । আমাকেও মেরেছিলেন । তখন যখন থানায় এসেছিলাম থানা থেকে বলা হয়েছিল আপনারা বাড়িতে বসে মীমাংসা করে নিন । এবার তাহলে কেন আটক করা হল?"

বিকাশ জানার পরিবারের কেউ অবশ্য এবিষয়ে কথা বলতে চাননি ।

কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন, "ঘটনার সময় বাইরে ছিলাম । পারিবারিক বিবাদ । অভিযোগের ভিত্তিতে বিভাস জানাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তারপরে ওঁকে ছেড়ে দেওয়া হয় । পুলিশ তদন্ত শুরু করেছে । যদি প্রয়োজন হয় দু'পক্ষকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

কাঁথি, 23 মে : রাস্তা ও জমি নিয়ে পারিবারিক বিবাদ । দুই ভাইয়ের মধ্যে ঝামেলা । এক ভাইয়ের অভিযোগে আরেকজনকে গতকাল হঠাৎই পুলিশ আটক করে। যার জেরে কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখায় ওই ব্যক্তির পরিবার । বিক্ষোভে শামিল হন গ্রামবাসীদের একাংশও । বিক্ষোভের জেরে ওই ব্যক্তিকে ছেড়ে দেয় কাঁথি থানার পুলিশ । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার উত্তর দারুয়া এলাকার ।

দারুয়া এলাকায় বাড়ি বিভাস জানা ও বিকাশ জানার । সম্পর্কে দুই ভাই । জানা গেছে, প্রায় 20 বছর ধরে রাস্তা, জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছে দু'জনের । বিকাশ জানা পেশায় কাঁথি পৌরসভার কর্মচারী। তাঁর এক ছেলে সুরঞ্জন জানা কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার । আর বিভাস জানা পেশায় টোটো চালক । জানা গেছে, কিছুদিন আগে বিকাশ জানা কাঁথি থানায় তাঁর ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেছিলেন । ফলে, গতকাল বিভাস জানাকে পুলিশ আটক করে । বিভাসের পরিবারের অভিযোগ, বিকাশ জানা পৌরসভায় কাজ করেন এবং এলাকায় প্রভাবশালী হওয়ায় রোজই মারধরের ভয় দেখাচ্ছেন । তাঁর ছেলে সিভিক ভলান্টিয়ার হওয়াই পুলিশ বিনা অপরাধে এভাবে আটক করল ।

গতকাল বিভাসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর পরিবারের লোকজন কাঁথি থানার সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন । যোগ দেন গ্রামবাসীদের একাংশও । বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর তাঁদের প্রশ্ন করা হলে বলেন, "না ছাড়লে আমরা বিক্ষোভ থেকে সরব না । এখানেই বসে থাকব সারারাত ।" এরপর অবশ্য বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিভাসকে ছেড়ে দেয় পুলিশ ।

এবিষয়ে বিভাস জানার পরিবারের এক সদস্য সুব্রত জানা বলেন, "আমাদের রাস্তা নিয়ে সমস্যা অনেকদিনের । বিকাশ জানা রাস্তা দখল করে বসে আছেন । আমাদের যাতাযাত করার রাস্তা দিচ্ছেন না । রাস্তা দিয়ে হাঁটলেই অকথ্য ভাষায় কথা বলেন । এনিয়ে গতবছর আমাকে ধরে মারধর করেন তিনি । তাঁর ছেলে সুরঞ্জন সিভিক ভলান্টিয়ার হওয়ায় আমাদের রোজই হুমকি দেন । শুধু আমাদের সঙ্গে না , পাড়ার লোকেদের সঙ্গেও এই রকম ব্যবহার করেন । আমরা চাই, ওঁদের শাস্তি হোক ।"

বিভাসের পরিবারের সদস্য দীপিকা জানা বলেন, "দীর্ঘ 20 বছর ধরে জায়গা নিয়ে মারপিট হয়ে আসছে । আমাকেও মেরেছিলেন । তখন যখন থানায় এসেছিলাম থানা থেকে বলা হয়েছিল আপনারা বাড়িতে বসে মীমাংসা করে নিন । এবার তাহলে কেন আটক করা হল?"

বিকাশ জানার পরিবারের কেউ অবশ্য এবিষয়ে কথা বলতে চাননি ।

কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন, "ঘটনার সময় বাইরে ছিলাম । পারিবারিক বিবাদ । অভিযোগের ভিত্তিতে বিভাস জানাকে তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তারপরে ওঁকে ছেড়ে দেওয়া হয় । পুলিশ তদন্ত শুরু করেছে । যদি প্রয়োজন হয় দু'পক্ষকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.