কাঁথি, 17 সেপ্টেম্বর: বিহার থেকে সরাসরি ট্রেনে করে দুটি ছিনতাইবাজ গ্যাং (Snatcher Gang) আসে ৷ এরপর তারা কাঁথির ব্যাংক গ্রাহকের কাছ থেকে মোটা অংকের টাকা ছিনতাই করে পালিয়ে যায় । তাদের মূল পাণ্ডাকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Purba Medinipur District Police) গ্রেফতার করল ৷ বিহার পুলিশের সহযোগিতায় সেই রাজ্য থেকেই গ্রেফতার করে আনা হয়েছে ছিনতাইবাজের পাণ্ডাকে । আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । গ্যাং-এর অন্যান্যদেরও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে ইদানিং ছিনতাই-এর বাড় বাড়ন্ত চলছে । এ বছরের 12 সেপ্টেম্বর শান্তনু সাউ নামে এক ব্যবসায়ী কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডের স্টেট ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়ি যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁর কাছ থেকে সেই টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । তারপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তদন্তে নেমে বিহার থেকে গ্রেফতার করে নিয়ে আসে অভিযুক্তদের ।
পরে আরও বেশ কিছু মোটা অংকের টাকা ছিনতাই হতে থাকে ৷ ছিনতাই হয় সোনার গয়না থেকে বিভিন্ন ধরনের দামি জিনিসপত্র ।দুষ্কৃতীদের ধরতে পুলিশ কার্যত নাজেহাল হয়ে পড়ে । শেষমেষ শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ঘটনার সূত্র ধরে বিহার থেকে এই গ্যাং-এর পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ (Kingpin arrested from Bihar) ।
আরও পড়ুন: 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ'; কাঁথিতে শুভেন্দুর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য
তবে এলাকায় আরও বেশ কিছু চক্রের সঙ্গে যুক্ত হয়ে বিহার থেকে এসে এই ধরনের কাজ করছে এইসব দুষ্কৃতীরা বলে পুলিশের অনুমান । জানা গিয়েছে, বিহারের এই পাণ্ডাকে পুলিশ রিমান্ডে পাওয়ার পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে ৷ এরপরেই ঘটনার সঙ্গে যুক্ত স্থানীয় চোরেদের ও ছিনতাইবাজদের ধরার চেষ্টা করবে পুলিশ । এই ছিনতাইবাজের মূল পাণ্ডা অমিত বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়, পুলিশ আপনাকে কী কারণে ধরে নিয়ে এসেছে ? উত্তরে তিনি বলেন, "আমি স্কুটি চুরি করেছিলাম বলে।"