জুনপুট, 1 মে : শুরু হয়েছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের জুনপুটে অভিযান চালায় জুনপুট কোস্টাল থানার পুলিশ ৷ তারা চারজনকে গ্রেফতার করেছে ৷ একটি জেসিবি মেশিন ও ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে (Junput Coastal Police arrests sand smugglers in Junput Purba Medinipur) ।
সমুদ্র উপকূলবর্তী জুনপুট-সহ বিস্তীর্ণ এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে । সম্প্রতি জুনপুট কোস্টাল থানা এলাকায় রাতে ট্রাকে করে বালি মাফিয়ারা মাটি চুরি করে পালাচ্ছিল । জুনপুট পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা মহিষাদল এলাকার মফিজুল আলি খান ও জুনপুট থানার বিচুনিয়া এলাকার শেখ ভোলা ও সাবুল খান, জুনপুট থানার পশ্চিম ভগবানপুর গ্রামের বাসিন্দা বিপুল কুমার নায়ক । মাটি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Alipurduar Sand Smuggle : বালি মাফিয়া-তৃণমূল জেলা সভাপতির আঁতাতের অভিযোগ, হইচই আলিপুরদুয়ারে
শনিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । আদালত থেকে অভিযুক্তদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য জানতে পারে । ঘটনা জানাজানি হতেই শনিবার বিকেলে পরিদর্শনে আসেন দেশপ্রাণ ব্লকের বিডিও শুভজিৎ জানা, ভূমি দফতরের আধিকারিক ও জুনপুট কোস্টাল থানার ওসি প্রলয়চন্দ্র-সহ একাধিক পুলিশ আধিকারিকরা ।
জুনপুট উপকূল থানা ওসি প্রলয়চন্দ্র বলেন "মাটি মাফিয়া দৌরাত্ম্য বিরুদ্ধে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি একটি ট্রাক ও একটি জেসিপি আটক করা হয়েছে । বাকি অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করা হয়েছে । মাটি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার এই অভিযান চলবে । কেউ রেহাই পাবে না ।"