রামনগর, 12 ফেব্রুয়ারি: রবিবার রাজ্য সফরে এসে তৃণমূল কংগ্রেসের নতুন নামকরণ করলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda) ৷ এদিন পূর্ব মেদিনীপুরের রামনগর আরএসএ ময়দানে বিজেপি'র সভায় মূল বক্তা ছিলেন জেপি নাড্ডা ৷ এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতি যোগের প্রসঙ্গ তোলেন তিনি ৷ বিজেপি সভাপতি বলেন,"'টিএমসি মানে টি ফর তোলাবাজি-টেরর, এম ফর মাফিয়া, সি ফর কমিশন-কোরাপশন ৷"
জেপি নাড্ডা এদিন অভিযোগ করেন, বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকা দিচ্ছেন ৷ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পগুলিকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন (JP Nadda Attacks Mamata Banerjee) ৷ তাঁর কথায়, "রাজনীতি করতে মমতা 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র নামও বাংলা আবাস যোজনা করে দিয়ছেন ৷" এই বিজেপি নেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, এখানে দেবী দুর্গা-কালীর পুজো হয়, কিন্তু এরাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না তিনি ৷ নাড্ডার দাবি, "বাংলা মহিলাদের উপর অত্যাচারের নিরিখে দেশে 4 নম্বরে, অ্যাসিড হামলায় 1 নম্বরে, মানব পাচারে 3 নম্বরে আছে ।"
আরও পড়ুন: 'যুদ্ধ থামিয়ে বাংলার সন্তানদের উদ্ধার করেছেন মোদিজি !' দিদিকে বার্তা নাড্ডার
এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "ইংরেজরা 200 বছর শাসন করেছে এই দেশে । নরেন্দ্র মোদির আমলে বিশ্বে ভারতের অর্থনৈতিক অবস্থান 10 নম্বর থেকে 5 নম্বরে উঠে এসেছে ৷ এখন ওষুধ তৈরির ক্ষেত্রে ভারত এগিয়ে । আজকের দিনে ভারত ওষুধ বানিয়ে বিদেশে পাঠাচ্ছে । অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জাপানকে পিছনে ফেলে ভারত এগিয়েছে । আগে দেশে চিনের মোবাইল বেশি দেখতে পাওয়া যেত । আজকের দিনে ভারতেই তৈরি হচ্ছে মোবাইল । এখন নতুন মোবাইলে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া ৷"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের সমালোচনা করে বাংলায় জেপি নাড্ডা বলেন,"অত্যাচারে এগিয়ে বাংলা, অপশাসনে এগিয়ে বাংলা, খুনের রাজনীতিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা ৷" এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপি'র অন্যান্য কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব।