ETV Bharat / state

জনতা কারফিউয়ে খাঁ খাঁ করছে পূর্ব মেদিনীপুর - Janata Carfew

জনতার কারফিউয়ে কার্যত শূন্য গোটা পূর্ব মেদিনীপুর জেলা।

Janata Carfew success in East Medinipur
জনতার কারফিউ সফল পূর্ব মেদিনীপুরে
author img

By

Published : Mar 22, 2020, 12:59 PM IST

Updated : Mar 22, 2020, 3:01 PM IST

তমলুক, ২২ মার্চ : জনতার কারফিউয়ে খাঁ খাঁ করছে গোটা পূর্ব মেদিনীপুর জেলা। দেশে কোরোনা প্রকোপ রুখতে প্রধানমন্ত্রীর ডাকে জেলাবাসী স্বেচ্ছায় ঘরবন্দী রয়েছেন । আর পাঁচটা দিনের মতো রবিবার খুব ভিড় না থাকলেও স্বাভাবিক থাকে জনজীবন । কিন্তু সাধারণ মানুষ আজ খুব প্রয়োজন ছাড়া পথেই বেরোলেন না ।

জেলার বাজার, হাট ,রাজ্য ও জাতীয় সড়কে দেখা মিলল না সাধারণ মানুষের। বাস টার্মিনাসগুলিতে বেসরকারি বাস সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে । একইভাবে কারসেড গুলিতেও দাঁড়িয়ে রয়েছে ট্রেন । সরকারি ভাবে কিছু ট্রেন ও বাস চালানো হলেও যাত্রীর সংখ্যা খুবই নগণ্য ।

জনতা কারফিউয়ে খাঁ খাঁ করছে পূর্ব মেদিনীপুর

হলদিয়া শিল্পাঞ্চলে জনতার কারফিউর প্রভাব পড়েছে। বেসরকারি শিল্প সংস্থাগুলি অল্প সংখ্যক কর্মী নিয়েই শিল্পাঞ্চলকে সচল রাখার চেষ্টা চালিয়েছে । পর্যটন কেন্দ্র দিঘা মন্দারমণি ও তাজপুরে দেখা নেই পর্যটকদের। বাজারগুলিতেও খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের জমায়েত খুবই কম। পথঘাট পুরোপুরি সুনসান রেখে নিজেদের ঘর বন্দী করে কোরোনার প্রকোপ কমাতে প্রধানমন্ত্রীর ডাকা জনতা'র কারফিউ সফল করেছেন সাধারণ মানুষ।

তমলুক, ২২ মার্চ : জনতার কারফিউয়ে খাঁ খাঁ করছে গোটা পূর্ব মেদিনীপুর জেলা। দেশে কোরোনা প্রকোপ রুখতে প্রধানমন্ত্রীর ডাকে জেলাবাসী স্বেচ্ছায় ঘরবন্দী রয়েছেন । আর পাঁচটা দিনের মতো রবিবার খুব ভিড় না থাকলেও স্বাভাবিক থাকে জনজীবন । কিন্তু সাধারণ মানুষ আজ খুব প্রয়োজন ছাড়া পথেই বেরোলেন না ।

জেলার বাজার, হাট ,রাজ্য ও জাতীয় সড়কে দেখা মিলল না সাধারণ মানুষের। বাস টার্মিনাসগুলিতে বেসরকারি বাস সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে । একইভাবে কারসেড গুলিতেও দাঁড়িয়ে রয়েছে ট্রেন । সরকারি ভাবে কিছু ট্রেন ও বাস চালানো হলেও যাত্রীর সংখ্যা খুবই নগণ্য ।

জনতা কারফিউয়ে খাঁ খাঁ করছে পূর্ব মেদিনীপুর

হলদিয়া শিল্পাঞ্চলে জনতার কারফিউর প্রভাব পড়েছে। বেসরকারি শিল্প সংস্থাগুলি অল্প সংখ্যক কর্মী নিয়েই শিল্পাঞ্চলকে সচল রাখার চেষ্টা চালিয়েছে । পর্যটন কেন্দ্র দিঘা মন্দারমণি ও তাজপুরে দেখা নেই পর্যটকদের। বাজারগুলিতেও খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের জমায়েত খুবই কম। পথঘাট পুরোপুরি সুনসান রেখে নিজেদের ঘর বন্দী করে কোরোনার প্রকোপ কমাতে প্রধানমন্ত্রীর ডাকা জনতা'র কারফিউ সফল করেছেন সাধারণ মানুষ।

Last Updated : Mar 22, 2020, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.