কাঁথি, 7 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের আতঙ্ক চিন-ভারত-সহ গোটা দুনিয়ায় । সেই আতঙ্কের মধ্যেই গাঁথা হল ভালোবাসার মালা ৷ নায়ক পিন্টু জানা, নিবাস পূর্ব মেদিনীপুরের কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রাম ৷ আর পাত্রী এঞ্জেল ৷ বাড়ি চিনের গোয়াং প্রদেশে ৷
পিন্টু ছোটো মামার হাত ধরে সাত বছর আগে চিনে জামা-কাপড়ের ব্যাবসা করতে গিয়েছিলেন । সেখানেই ব্যবসার সুবাদে এঞ্জেলের সঙ্গে পরিচয় । আর সেই পরিচয় ধীরে গভীর হয়ে ওঠে । ভালোবাসার খবর জানার পর চার হাত এক করার সিদ্ধান্ত নেয় দুই পরিবার ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দুনিয়ায় কম্পন ধরে গিয়েছে, তখনই এ মাসের চার তারিখ এক হল চার হাত ৷
এক মাস আগে বিয়ের দিন চূড়ান্ত হয়ছিল ৷ তখনই ঠিক হয়েছিল হিন্দু মতে হবে বিয়ে । চলছিল সবই ঠিক মতোই ৷ কিন্তু হঠাৎ 10-15 দিন আগে কোরোনা ভাইরাসের আতঙ্ক যেন সব তাল কেটে দেয় । বিয়ের কী হবে চিন্তায় পড়ে দুই পরিবার । পরে পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে, বিয়ে হবে নির্দিষ্ট দিনেই ।
শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা কাটেনি ৷ পঁচিশ বছরের এঞ্জেল ও বছর ঊনত্রিশের পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চিনে আটকে পড়েন পিন্টুর জামাইবাবু ও এঞ্জেলের পুরো পরিবার । মঙ্গলবার বিয়ের কাজ ঠিকঠাকই মিটেছে ৷ এখন চিন্তা এঞ্জেলের পরিবার কবে ভারতে আসতে পারবে, তা নিয়ে ৷ আর চিনের মেয়েকে বিয়ে করলেও এতে খুবই খুশি পিন্টুর মা সবিতা জানা ৷