ETV Bharat / state

"মাতৃহারার থেকেও বেশি কষ্ট পেলাম", পদ হারিয়ে ক্ষোভ তৃণমূল বিধায়কের - মাতৃহারার থেকেও বেশি কষ্ট পেলাম

নন্দকুমার ব্লকের ব্লক সভাপতি পদ হারালেন বিধায়ক সুকুমার দে । এই ঘটনা তাঁর কাছে মাতৃ বিয়োগের থেকেও বেশি কষ্টের।

i suffered more than loss of my mother
ব্লক সভাপতির পদ হারিয়ে ক্ষোভ তৃণমূল বিধায়কের
author img

By

Published : Nov 5, 2020, 12:58 PM IST

নন্দকুমার, 4 নভেম্বর : সামনেই একুশের নির্বাচন। তার পূর্বেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা ও ব্লক কমিটি প্রকাশ করলেন জেলা সভাপতি শিশির অধিকারী । পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়। যাদের মধ্যে একাধিক ব্লকে যেমন পুরনো ব্লক সভাপতিদের উপর ভরসা রেখেছে দল তেমনি বেশ কয়েকটি ব্লকের সভাপতি হিসেবে নতুন মুখও আনা হয়েছে । নন্দকুমার ব্লকের ব্লক সভাপতি পদ হারাতে হয়েছে নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দেকে, তাঁর কাছে মাতৃ হারার থেকেও বেশি কষ্ট দিয়েছে বলে ETV ভারতকে জানালেন বিধায়ক সুকুমার দে।

প্রথম থেকেই তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী। 2011 সালে তৎকালীন বাম সরকারকে হারিয়ে তিনিই প্রথম নন্দকুমার বিধানসভার তৃণমূল বিধায়ক। বর্তমানেও তিনি বিধায়ক পদে রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ব্লক সভাপতির পদ সামলে এসেছেন। বুধবার হঠাৎ করে নিজের ব্লক সভাপতির পদ হারিয়ে ফেলার খবরে কেমন যেন শোকে বিহ্বল সুকুমার দে। বর্তমানে তাঁর বদলে নন্দকুমারের তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন সুকুমার বেরা। নতুন ব্লক সভাপতির উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ কর্মীকে দলের নতুন সভাপতি করলে আমার মনে হয় দলের ভালো হত। যিনি ব্লক সভাপতি হয়েছেন, তিনি অন্য দল থেকে এসে আমাদের দলে ভিড়েছেন।" দলের উচ্চতর নেতৃত্বকে এই বিষয়ে জানাবেন বলেন সুকুমারবাবু । তিনি বলেন, "রাজ্য থেকে জেলার সব নেতৃত্বই আমাকে এক নামে চেনেন। যা আমার সাথে ঘটলো তারপর আর কাউকেই নতুন করে বলার কিছু নেই। এখন শুধু চোখের জল আর মানুষের ভালোবাসা নিয়ে বাকি জীবন কাটাব।"

সুকুমার দে বলেন, "প্রথম থেকেই দলকে ভালোবেসে মানুষের জন্য কাজ করে আসছি। সেই দল এতদিন পরে যদি আমাকে ওই পদের অযোগ্য মনে করে আমার বলার কিছু নেই। তবে এক বছর আগে নিজের মাকে হারিয়েছি। ব্লক সভাপতির পদ হারানোর খবরে মাতৃ হারানোর থেকেও বেশি দুঃখ পেলাম।"

নন্দকুমার, 4 নভেম্বর : সামনেই একুশের নির্বাচন। তার পূর্বেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা ও ব্লক কমিটি প্রকাশ করলেন জেলা সভাপতি শিশির অধিকারী । পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়। যাদের মধ্যে একাধিক ব্লকে যেমন পুরনো ব্লক সভাপতিদের উপর ভরসা রেখেছে দল তেমনি বেশ কয়েকটি ব্লকের সভাপতি হিসেবে নতুন মুখও আনা হয়েছে । নন্দকুমার ব্লকের ব্লক সভাপতি পদ হারাতে হয়েছে নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দেকে, তাঁর কাছে মাতৃ হারার থেকেও বেশি কষ্ট দিয়েছে বলে ETV ভারতকে জানালেন বিধায়ক সুকুমার দে।

প্রথম থেকেই তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী। 2011 সালে তৎকালীন বাম সরকারকে হারিয়ে তিনিই প্রথম নন্দকুমার বিধানসভার তৃণমূল বিধায়ক। বর্তমানেও তিনি বিধায়ক পদে রয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ব্লক সভাপতির পদ সামলে এসেছেন। বুধবার হঠাৎ করে নিজের ব্লক সভাপতির পদ হারিয়ে ফেলার খবরে কেমন যেন শোকে বিহ্বল সুকুমার দে। বর্তমানে তাঁর বদলে নন্দকুমারের তৃণমূলের ব্লক সভাপতি হয়েছেন সুকুমার বেরা। নতুন ব্লক সভাপতির উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ কর্মীকে দলের নতুন সভাপতি করলে আমার মনে হয় দলের ভালো হত। যিনি ব্লক সভাপতি হয়েছেন, তিনি অন্য দল থেকে এসে আমাদের দলে ভিড়েছেন।" দলের উচ্চতর নেতৃত্বকে এই বিষয়ে জানাবেন বলেন সুকুমারবাবু । তিনি বলেন, "রাজ্য থেকে জেলার সব নেতৃত্বই আমাকে এক নামে চেনেন। যা আমার সাথে ঘটলো তারপর আর কাউকেই নতুন করে বলার কিছু নেই। এখন শুধু চোখের জল আর মানুষের ভালোবাসা নিয়ে বাকি জীবন কাটাব।"

সুকুমার দে বলেন, "প্রথম থেকেই দলকে ভালোবেসে মানুষের জন্য কাজ করে আসছি। সেই দল এতদিন পরে যদি আমাকে ওই পদের অযোগ্য মনে করে আমার বলার কিছু নেই। তবে এক বছর আগে নিজের মাকে হারিয়েছি। ব্লক সভাপতির পদ হারানোর খবরে মাতৃ হারানোর থেকেও বেশি দুঃখ পেলাম।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.