কাঁথি, 20 সেপ্টেম্বর : স্ত্রীকে হত্যা করার প্রায় 24 বছর পর শাস্তি পেল ব্যক্তি ৷ তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল কাঁথি মহাকুমা আদালত ৷
1992 সালে মারিশদা থানার নাচিন্দা গ্রামের সঞ্চিতা দাসের সঙ্গে কাঁথির বাড়ছন্দবেড়িয়া গ্রামের শচীন্দ্রনাথের বিয়ে হয় । কিন্তু, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর চাপ দেওয়া হত ৷ চলত অত্যাচার ৷ 1995 সালের 25 এপ্রিল শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । 27 এপ্রিল সঞ্চিতার দাদা ভগীরথ মণ্ডল থানায় খুনের অভিযোগ দায়ের করেন । পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে 498(এ) ,304 (বি), 302 ও 34 ধারায় মামলা রুজু করে ।
![Arrested man](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4501544_wb_kanthi.png)
সরকারী আইনজীবী গৌতম সামন্ত জানান, এই মামলায় 16 জনের সাক্ষ্য দিয়েছিল । গতকাল স্বামী শচীন্দ্রনাথ দাসকে দোষীসাব্যস্ত করেন বিচারক । ভাসুর পবন দাস ও শ্বশুর ভবতোষ দাসকে বেকসুর খালাস করা হয় । গৌতমবাবু আরও বলেন , "ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ৷ অনাদায়ে এক বছরের জেল হয় ৷ 498(এ) অনুযায়ী তিন বছরের জেল ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের জেল হয় ।"