নিউ দিঘা, 19 জুন : হোটেল মালিকের রহস্যমৃত্যু ৷ বালিশ চাপা, গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজের ঘর থেকে 41 বছরের সুব্রত সরকারের দেহ উদ্ধার হয় ৷ সুব্রত হাওড়ার শিবপুরের বাসিন্দা, পেশায় হোটেল ব্যবসায়ী ৷ ঘটনাটি ঘটেছে সমুদ্র সৈকতে নিউ দিঘায় ৷ লকডাউনে পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় হোটেল বন্ধ ছিল ৷ তা সত্ত্বেও তিনি হোটেলেই থাকতেন ৷
আরও পড়ুন : Malda Murder : 16 টি সিসিটিভির ঘেরাটোপ ! কীসের এত গোপনীয়তা কালিয়াচকের বাড়িতে ?
হোটেল কর্মীরা জানান, প্রতিরাতের মতোই ঘরে খাবার দিয়ে আসেন হোটেল কর্মী ৷ কিন্তু সকালে এসে ডাকাডাকি করতেও দরজা না খোলায় খটকা লাগে কর্মীদের ৷ তারপর দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সারা ঘর লন্ডভন্ড ৷ তার মধ্যেই মুখে বালিশ চাপা ও গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছেন সুব্রত ৷ খবর দেওয়া হয় নিউ দিঘা থানার পুলিশে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় কাঁথি মহকুমা হাসপাতালে ৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ পরে দেহ ময়নাতদন্তের জন্যে ওই হাসপাতালের মর্গে পাঠানো হয় ৷
মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট ৷ হোটেল কর্মীদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ ৷ এবিষয়ে হোটেল কর্মী নির্মল ঘড়াই বলেন, "গতরাতে খাবার দিয়ে চলে গিয়েছিলাম ৷ আজ সকাল 5 টা নাগাদ মালিককে ডাকতে থাকি ৷ কোনও রকম সাড়া না মেলায় বাকিদের জানাই ৷ তারপর ঘরের দরজা ভাঙতে সুব্রতবাবুকে পড়ে থাকতে দেখি ৷"