এগরা, 9 জানুয়ারি: ফাঁকা মাঠে মধ্যে পাওয়া গেল এক যুবকের আধপোড়া দেহ (Half burnt body of young man recovered) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার বাকচা গ্রামে । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷
জানা গিয়েছে, এদিন সকালে ফাঁকা মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি যুবকের অর্ধদগ্ধ দেহ । মৃত যুবকের নাম সুমন ডেহেরি । বয়স 20 বছর ৷ তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার ছত্রি গ্রাম পঞ্চায়েতের কামারডিহা পাটনায় । ভিন রাজ্যে কাজ করতেন ওই যুবক । কয়েকদিন আগেই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন তিনি ।
ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি মৃতের পরিবার (Young Man Burnt Body Recovered from field) ।
কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানব সিংলা বলেন, "দেহ উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি ৷ পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । আমরা ইতিমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি । দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যাবে ৷"
আরও পড়ুন: নেপথ্যে নেশা ? যুবকের দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য আসানসোলে
পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যে নাগাদ মেলা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান সুমন । এরপর সকালে মাঠে তাঁর আধপোড়া দেহ দেখতে পাওয়া যায় ৷ পুলিশ এসে উদ্ধার করে দেহ । ওই যুবকের দেহের পাশেই পড়েছিল তাঁর পোশাক ও তেলের বোতল । কীভাবে ওই মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷ তবে এটা খুন না আত্মহত্যা ! তদন্ত শুরু করেছে পুলিশ ।
আরও পড়ুন: মাঠে পড়ে দগ্ধ দেহ, চাঞ্চল্য় পুরুলিয়ায়