ভগবানপুর, 14 ফেব্রুয়ারি : যুবকের মুখে জোর করে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ৷ অভিযোগ উঠল ওই যুবকের প্রেমিকার মা ও তার পরিবারের বিরুদ্ধে ৷ ঘটনায় গ্রেপ্তার মোট পাঁচজন ৷ পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লকের মহম্মদপুরের শিলাখালি গ্রামের ঘটনা ।
যুবকের নাম রতন মান্না ৷ শিলাখালির বাসিন্দা ৷ পাশের বেনাউদা গ্রামের এক কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, এই সম্পর্ক মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার ৷ অভিযোগ, গতকাল রতনের বাড়ি গিয়ে তাঁকে ও তাঁর দাদাকে বেধড়ক মারধর করে ওই কিশোরীর পরিবারের সদস্যরা ৷ তাদের মেয়েকে ভুলে যেতে বলে ৷ কিন্তু রতন তা অস্বীকার করলে তাঁর মুখে বিষ ঢেলে দেয় কিশোরীর মা ও পরিবারের অন্যরা ৷
রতনের এক প্রতিবেশী বলেন, "মেয়ের মা বলছিল, এরকম ছেলের বেঁচে থাকার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো ৷ ছোটো হোমিওপ্যাথির শিশিতে বিষ ছিল ৷ জোর করে ওই বিষ রতনকে খাইয়ে দেয় ৷" অপর এক প্রতিবেশী প্রজাপতি মাইতি বলেন, "মেয়ের বাড়ির লোকেরা মারধর করে ৷ ছেলের গলায় জোর করে বিষ ঢেলে দেয় ৷ গ্রামবাসীরা তাদের ঘিরে ধরার আগে কয়েকজন পালিয়ে গেছিল ৷ বাকিদের আটকে রাখা হয় ৷ " ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কিশোরীর মা ও তার পরিবারকে ঘেরাও করে রাখে ৷ পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ৷ পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তদের ৷ পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ৷ তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রতন ৷
ভগবানপুর থানার OC প্রণব রায় বলেন, "ঘটনার খবর জানার পর পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আজ ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে । "