ETV Bharat / state

Digha Hotel Fire : দিঘার হোটেলে আগুন, কার্নিস থেকে ঝাঁপ মরিয়া পর্যটকের - কার্নিস থেকে ঝাঁপ পর্যটকের

এদিন নিউ দিঘার একটি হোটেল থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে । কয়েকজন পর্যটক ভেতরে আটকে পড়েছিলেন ৷ তাঁদেরও উদ্ধার করা হয়েছে (Fire breaks out at hotel in Digha) ৷

Digha Hotel Fire
কার্নিস থেকে ঝাঁপ মরিয়া পর্যটকের
author img

By

Published : Jan 27, 2022, 12:58 PM IST

Updated : Jan 27, 2022, 3:25 PM IST

নিউ দিঘা, 27 জানুয়ারি : দিঘার হোটেলে আগুন ৷ কার্নিস থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু‘টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে (Digha Hotel Fire) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ দিঘার একটি হোটেল থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় । তড়িঘড়ি হোটেল কর্মী-পর্যটকরা হোটেল থেকে রাস্তায় দিকে বেরিয়ে আসেন । কয়েকজন পর্যটক ভেতরে আটকে পড়েছিলেন ৷ তাদেরও উদ্ধার করা হয়েছে ৷

দিঘার হোটেলে আগুন, কার্নিস থেকে ঝাঁপ মরিয়া পর্যটকের

এমনিতেই করোনার জন্য দিঘায় পর্যটকের সংখ্যা কম । সেই কারণে হোটেলে পর্যটক কম থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি । দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ।

আরও পড়ুন : দোকান লাগোয়া বাড়িতে বিধ্বংসী আগুন, আহত এক

নিউ দিঘা, 27 জানুয়ারি : দিঘার হোটেলে আগুন ৷ কার্নিস থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকরা ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকলের দু‘টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে (Digha Hotel Fire) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ দিঘার একটি হোটেল থেকে আগুন এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায় । তড়িঘড়ি হোটেল কর্মী-পর্যটকরা হোটেল থেকে রাস্তায় দিকে বেরিয়ে আসেন । কয়েকজন পর্যটক ভেতরে আটকে পড়েছিলেন ৷ তাদেরও উদ্ধার করা হয়েছে ৷

দিঘার হোটেলে আগুন, কার্নিস থেকে ঝাঁপ মরিয়া পর্যটকের

এমনিতেই করোনার জন্য দিঘায় পর্যটকের সংখ্যা কম । সেই কারণে হোটেলে পর্যটক কম থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি । দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন ।

আরও পড়ুন : দোকান লাগোয়া বাড়িতে বিধ্বংসী আগুন, আহত এক

Last Updated : Jan 27, 2022, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.