হেঁড়িয়া, 24 মে : সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়ার আগেই আগুনে পুড়ে ভস্মীভূত হল দুটি ট্রলার। কয়েক কোটি টাকার ক্ষতি, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় হেঁড়িয়া তদন্ত কেন্দ্র এলাকার কালিনগর বজবজিয়া খাল সংলগ্ন এলাকায় (Fire brakes out at Henria Fishing Trawler) ।
স্থানীয় সূত্রে খবর, প্রতিবছর দুই মাস সমুদ্রে মৎস্য শিকার বন্ধ থাকে। তাই এই দুই মাসে ট্রলার মালিকরা ট্রলারগুলোর কাজ করান। এইদিন ট্রলারে ঝালাইয়ের কাজ চলছিল কালিনগর বজবজিয়া খাল সংলগ্ন এলাকায়। আচমকাই ট্রালারের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রলারের দুটি বডি। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা খাল থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের গতি এতটাই বেশি ছিল, যে আগুনের ধোঁয়ায় গোটা এলাকা কালো হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা । ততক্ষণ পর্যন্ত প্রায় দুটি ট্রলার পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পৌঁছয় হেঁড়িয়া তদন্তে কেন্দ্রের পুলিশ।
আরও পড়ুন : শুভেন্দুর কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভূপতিনগর, তৃণমূল-বিজেপি হাতাহাতি
অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মৎস্য শিকারে যাওয়ার আগেই ট্রলারের অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত মাথায় হাত মৎস্যজীবী থেকে ট্রলার মালিকের। ভস্মীভূত ট্রলারের এক মৎস্যজীবী বলেন, "ঝালাইয়ের কাজ করার সময় একটি ট্রলারে আগুন লেগে যায়। পাশে থাকা আরেকটি ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে। খাল থেকে পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আগুনের মাত্রা এত বেশি ছিল। তাই আগুন নেভানোর জন্য দমকল ডাকতে হয়।