ETV Bharat / state

Father's Cremation Stuck: সম্পত্তি নিয়ে সন্তানদের বিবাদ, 24 ঘণ্টা পেরোলেও হয়নি সৎকার; ঘরে পড়ে বৃদ্ধের দেহ - সন্তানরা এখনও সম্পত্তি ভাগ করে উঠতে পারেনি

Fathers Cremation Stuck as Children fight over Property: 24 ঘণ্টা আগে মারা গিয়েছেন তেজেস্কর অধিকারী ৷ সন্তানরা এখনও সম্পত্তি ভাগ করে উঠতে পারেনি ৷ ফলে সৎকারও হয়নি বৃদ্ধের ৷ পচন ধরতে শুরু করলেও চরম অবহেলায় ঘরে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 10:04 PM IST

Updated : Sep 14, 2023, 10:57 PM IST

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে 24 ঘণ্টা পরেও ঘরে পড়ে বৃদ্ধের দেহ

বাজকুল (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর: বুধবার সন্ধ্যায় মারা গিয়েছেন বাবা, বৃহস্পতিবার রাতেও তাঁর সৎকার করেনি সন্তানরা ৷ কেটে গিয়েছে প্রায় 24 ঘণ্টা ৷ এখনও চরম অবহেলায় ঘরে পড়ে রয়েছে তেজেস্কর অধিকারীর দেহ ৷ তাঁর লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছে সন্তানদের মধ্যে ৷ ফলে এখনও বাবার শেষকৃত্য করেনি ‘কীর্তিমান’রা ৷ পূর্ব মেদিনীপুরের বাজকুলের এই অমানবিক ঘটনায় শিউড়ে উঠছেন প্রত্যেকে ৷

ভগবানপুর-2 নং ব্লকের ভূপতিনগর থানার বাজকুল গ্রামের বাসিন্দা তেজেস্কর অধিকারী ৷ এলাকায় লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর । সেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই বিবাদ শুরু হয়েছে সন্তানদের মধ্যে । গতকাল সন্ধ্যার সময় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় 85 বছরের তেজেস্করবাবুর । সমস্ত কিছু স্বাভাবিক থাকলে, গতকাল রাতেই দাহ করাতে যাওয়ার কথা ছিল সন্তানদের । কিন্তু সন্তানদের দাবি, আগে সম্পত্তি ভাগ করা হোক । তারপর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে ।

জানা গিয়েছে, তেজেস্কর অধিকারীর তিন ছেলে ও এক মেয়ে । তারমধ্যে মেজো ছেলের কয়েকবছর আগে মৃত্যু হয়েছে । ফলে এখন যাবতীয়
সম্পত্তির মালিক স্ত্রী টুনিবালা অধিকারী, বড় ছেলে দীপক অধিকারী, মেজবৌমা মৌমিতা অধিকারী, ছোট ছেলে দিপ্তীকর অধিকারী ও মেয়ে মিতালী মহাপাত্র । বাজকুল বাসস্ট্যান্ডের ওপর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি । বাবার কাছ থেকে যাবতীয় সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছোট ভাই ৷ এমনটাই অভিযোগ বড় ছেলের । অন্যদিকে ছোট ভাইয়ের পরিবারের অভিযোগ, দাদা বহু সম্পত্তি হাতিয়ে নিয়েছে বাবার কাছ থেকে ।

সেই বিবাদেই প্রায় 24 ঘণ্টা কেটে যাওয়ার পরেও ঘরে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ ৷ সম্পত্তি বণ্টন নিয়ে চলছে দফায় দফায় আলোচনা । স্থানীয়দের অভিযোগ, মৃতদেহ থেকে গন্ধ বেরতে শুরু করে দিয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত কেউ থানায় কোনও অভিযোগ জানায়নি ।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে 24 ঘণ্টা পরেও ঘরে পড়ে বৃদ্ধের দেহ

বাজকুল (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর: বুধবার সন্ধ্যায় মারা গিয়েছেন বাবা, বৃহস্পতিবার রাতেও তাঁর সৎকার করেনি সন্তানরা ৷ কেটে গিয়েছে প্রায় 24 ঘণ্টা ৷ এখনও চরম অবহেলায় ঘরে পড়ে রয়েছে তেজেস্কর অধিকারীর দেহ ৷ তাঁর লক্ষ লক্ষ টাকার সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিবাদ চলছে সন্তানদের মধ্যে ৷ ফলে এখনও বাবার শেষকৃত্য করেনি ‘কীর্তিমান’রা ৷ পূর্ব মেদিনীপুরের বাজকুলের এই অমানবিক ঘটনায় শিউড়ে উঠছেন প্রত্যেকে ৷

ভগবানপুর-2 নং ব্লকের ভূপতিনগর থানার বাজকুল গ্রামের বাসিন্দা তেজেস্কর অধিকারী ৷ এলাকায় লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর । সেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই বিবাদ শুরু হয়েছে সন্তানদের মধ্যে । গতকাল সন্ধ্যার সময় বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় 85 বছরের তেজেস্করবাবুর । সমস্ত কিছু স্বাভাবিক থাকলে, গতকাল রাতেই দাহ করাতে যাওয়ার কথা ছিল সন্তানদের । কিন্তু সন্তানদের দাবি, আগে সম্পত্তি ভাগ করা হোক । তারপর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে ।

জানা গিয়েছে, তেজেস্কর অধিকারীর তিন ছেলে ও এক মেয়ে । তারমধ্যে মেজো ছেলের কয়েকবছর আগে মৃত্যু হয়েছে । ফলে এখন যাবতীয়
সম্পত্তির মালিক স্ত্রী টুনিবালা অধিকারী, বড় ছেলে দীপক অধিকারী, মেজবৌমা মৌমিতা অধিকারী, ছোট ছেলে দিপ্তীকর অধিকারী ও মেয়ে মিতালী মহাপাত্র । বাজকুল বাসস্ট্যান্ডের ওপর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি । বাবার কাছ থেকে যাবতীয় সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছোট ভাই ৷ এমনটাই অভিযোগ বড় ছেলের । অন্যদিকে ছোট ভাইয়ের পরিবারের অভিযোগ, দাদা বহু সম্পত্তি হাতিয়ে নিয়েছে বাবার কাছ থেকে ।

সেই বিবাদেই প্রায় 24 ঘণ্টা কেটে যাওয়ার পরেও ঘরে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ ৷ সম্পত্তি বণ্টন নিয়ে চলছে দফায় দফায় আলোচনা । স্থানীয়দের অভিযোগ, মৃতদেহ থেকে গন্ধ বেরতে শুরু করে দিয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত কেউ থানায় কোনও অভিযোগ জানায়নি ।

Last Updated : Sep 14, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.