ETV Bharat / state

Murder : নিত্য অশান্তি, মানসিক ভারসাম্যহীন ছেলেকে দিয়ে স্বামীকে খুন করার অভিযোগ কোলাঘাটে - পূর্ব মেদিনীপুর

ছেলের হাতে বাবা খুন ৷ গভীর রাতে গলা টিপে বাবাকে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলে ৷ তাকে দিয়ে পরিকল্পিত ভাবে খুন করানোর অভিযোগ উঠেছে মৃতের স্ত্রীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৷

Murder
Murder
author img

By

Published : Sep 7, 2021, 4:03 PM IST

কাঁথি, 7 সেপ্টেম্বর : বাবাকে খুন করল ছেলে ৷ পারিবারিক অশান্তি পৌঁছয় চরমে ৷ তারপরই এই পরিণতি ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেকে দিয়ে পরিকল্পিত ভাবে খুন করিয়েছেন মৃতের স্ত্রী-ই ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহবরনান গ্রামে ।‌ গভীর রাতে গলা টিপে বৃদ্ধ বাবাকে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলে ৷ পুলিশ ঘাটনার তদন্ত শুরু করেছে ৷

আশরাফ আলি (71) দহবরনান গ্রামে তাঁর স্ত্রী এবং ছেলেদের সঙ্গে নিজের বাড়িতে থাকতেন । অভিযোগ, ছেলেদের সঙ্গে অশান্তি তাঁর লেগেই থাকত । সেই অশান্তিই চরম আকার নেয় ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেদের সঙ্গে নিয়ে আশরাফের স্ত্রী পরিকল্পিত ভাবে বৃদ্ধকে খুন করান ৷ মানসিক ভারসাম্যহীন ছেলে কবির আলি খানের হাতে খুন হন বাবা । গভীর রাতে ঘটে ঘটনাটি ৷ জানাজানি হয় ভোরের দিকে ৷ গ্রামে হইচই পড়ে যায় । ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় কোলাঘাট থানায় ।

খবর পেয়েই গ্রামে আসে কোলাঘাট থানার পুলিশ ৷ অভিযুক্ত কবির আলি খান ও আরেক ছেলে রাজিব আলি খান-সহ স্ত্রী সুফিয়া বিবিকে আটক করা হয়েছে । পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশের অনুমান, তাঁকে গলাটিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

মৃতের ভারসাম্যহীন ছেলে কবির আলি খানের স্বীকারোক্তি, "বাবার কাছে টাকা চাইলে বাবা দিতেন না । তাই গভীর রাতে বাবাকে গলা টিপে খুন করেছি ।" মৃতের স্ত্রী সুফিয়া বিবি বলেন, "ওদের মধ্যে কী গন্ডগোল লেগে ছিল তা আমার জানা নেই ।" তবে মৃতের ভাইপো মহিম আলি খান বলেন, "আমার কাকিমা ও তার ছেলে পরিকল্পিতভাবে আমার কাকাকে খুন করেছে । আমরা এর সঠিক তদন্ত চাই এবং প্রকৃত দোষীদের শাস্তি চাই ।" ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন : Murder : 'স্ত্রীকে খুন করেছি, আপনারা চলুন', থানায় হাজির ব্যাঙ্ক আধিকারিক

কাঁথি, 7 সেপ্টেম্বর : বাবাকে খুন করল ছেলে ৷ পারিবারিক অশান্তি পৌঁছয় চরমে ৷ তারপরই এই পরিণতি ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেকে দিয়ে পরিকল্পিত ভাবে খুন করিয়েছেন মৃতের স্ত্রী-ই ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহবরনান গ্রামে ।‌ গভীর রাতে গলা টিপে বৃদ্ধ বাবাকে খুন করে মানসিক ভারসাম্যহীন ছেলে ৷ পুলিশ ঘাটনার তদন্ত শুরু করেছে ৷

আশরাফ আলি (71) দহবরনান গ্রামে তাঁর স্ত্রী এবং ছেলেদের সঙ্গে নিজের বাড়িতে থাকতেন । অভিযোগ, ছেলেদের সঙ্গে অশান্তি তাঁর লেগেই থাকত । সেই অশান্তিই চরম আকার নেয় ৷ প্রতিবেশীদের অভিযোগ, ছেলেদের সঙ্গে নিয়ে আশরাফের স্ত্রী পরিকল্পিত ভাবে বৃদ্ধকে খুন করান ৷ মানসিক ভারসাম্যহীন ছেলে কবির আলি খানের হাতে খুন হন বাবা । গভীর রাতে ঘটে ঘটনাটি ৷ জানাজানি হয় ভোরের দিকে ৷ গ্রামে হইচই পড়ে যায় । ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় কোলাঘাট থানায় ।

খবর পেয়েই গ্রামে আসে কোলাঘাট থানার পুলিশ ৷ অভিযুক্ত কবির আলি খান ও আরেক ছেলে রাজিব আলি খান-সহ স্ত্রী সুফিয়া বিবিকে আটক করা হয়েছে । পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশের অনুমান, তাঁকে গলাটিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।

মৃতের ভারসাম্যহীন ছেলে কবির আলি খানের স্বীকারোক্তি, "বাবার কাছে টাকা চাইলে বাবা দিতেন না । তাই গভীর রাতে বাবাকে গলা টিপে খুন করেছি ।" মৃতের স্ত্রী সুফিয়া বিবি বলেন, "ওদের মধ্যে কী গন্ডগোল লেগে ছিল তা আমার জানা নেই ।" তবে মৃতের ভাইপো মহিম আলি খান বলেন, "আমার কাকিমা ও তার ছেলে পরিকল্পিতভাবে আমার কাকাকে খুন করেছে । আমরা এর সঠিক তদন্ত চাই এবং প্রকৃত দোষীদের শাস্তি চাই ।" ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরও পড়ুন : Murder : 'স্ত্রীকে খুন করেছি, আপনারা চলুন', থানায় হাজির ব্যাঙ্ক আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.