মেচেদা, 18 জানুয়ারি: পূর্ব মেদিনীপুরের মেচেদা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! বুধবার ভোর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে । আগুনে প্রায় 15টি দোকান থেকে বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে দমকল ও পুলিশকে খবর দিলে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু'জনের ৷ জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। স্থানীয় সূত্রে খবর, যে দু'জন মারা গিয়েছেন, তাঁরা বাবা ও মেয়ে (Father and Daughter Died) ৷ পাশপাশি আহত হয়েছেন আরও 5 জন ৷ দুর্ঘটনায় দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
আগুন যাতে ছড়িয়ে না-পড়ে তার জন্য চেষ্টা করেন দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মৃত ব্যক্তির নাম গোকুল কর (70) ও তাঁর মেয়ে মল্লিকা কর (23) ৷ দুর্ঘটনার সময় তাঁরা ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন । আগুনের গ্রাসে আটকে পড়েন তাঁরা। আর বের হওয়ার সুযোগ পাননি। দুর্ঘটনাস্থলে রয়েছে কোলাঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণত ভোরবেলা অনেকেই কাজে বের হন। সেকারণে রান্না করা হচ্ছিল। হয়তো ওই রান্নার আগুন থেকেই কোনওভাবে আগুন ধরে গিয়েছিল ।
আরও পড়ুন: বাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ মহিলার
কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা বলেন, "মেচেদা রেল ব্রিজের কাছে বস্তির প্রায় 15টি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। দু'জনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগাই। দু'জনের মৃতদেহ উদ্ধার করেছি।" স্থানীয় বাসিন্দা চণ্ডীচরণ বেরা বলেন, "সকালে বস্তির লোক কাজে যাওয়ার আগে রান্না করছিলেন। সেই সময় একটি বাড়িতে আচমকা আগুন ধরে যায়। ঘুমের ঘোরে আগুন লাগায় পাশের ঘরে থাকা অসুস্থ বাবা ও মেয়ে বেরোতে পারেননি। আগুনে পুড়েই তাঁদের মৃত্যু হয়েছে।" অপর এক বাসিন্দা শ্যামল সাউ বলেন, এক মহিলা রান্না করে কাজে চলে যায়। সেখান থেকে আগুন লাগে। যার জেরে বস্তির অনেকগুলো ঘর উড়ে যায়। ঘটনাস্থলে বাবাও মেয়ে মারা যায়।