ETV Bharat / state

Egra IC Transferred: বাজি কারখানায় বিস্ফোরণের পর এগরার আইসি পদে বদল, মৌসমকে সরিয়ে দায়িত্ব স্বপনকে - স্বপন গোস্বামী

পূর্ব মেদিনীপুরের এগরা থানার আইসি মৌসম চক্রবর্তীকে বদল করা হল ৷ দায়িত্ব দেওয়া হল স্বপন গোস্বামীকে ৷ গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলে গিয়ে সেদিন আক্রান্ত হয়েছিলেন মৌসম চক্রবর্তী ৷

Egra IC Transferred
Egra IC Transferred
author img

By

Published : May 19, 2023, 3:09 PM IST

এগরা (পূর্ব মেদিনীপুর), 19 মে: বদল করা হল পূর্ব মেদিনীপুরের এগরা থানার আইসিকে ৷ এতদিন ওই পদে ছিলেন মৌসম চক্রবর্তী ৷ তাঁকে বদলি করে ওই পদে নিয়ে আসা হল স্বপন গোস্বামীকে ৷ তিনি হুগলিতে কর্তব্যরত ছিলেন ৷

গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনার দিনই ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ শুক্রবার সকালে জানা যায় যে কারখানার মালিক তথা এই বিস্ফোরণের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগেরও মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে এগরা থানার শীর্ষপদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ মহলের একাংশ ৷

প্রসঙ্গত, মঙ্গলবার বেলার দিকে বিস্ফোরণ হয় ৷ তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ এগরা থানার তৎকালীন আইসি মৌসম চক্রবর্তীও ঘটনাস্থলে যান ৷ কিন্তু পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান ৷ পুলিশকে মারধর করারও অভিযোগ ওঠে ৷ মৌসম চক্রবর্তীও আক্রান্ত হন বলে অভিযোগ ৷

এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ ভানু বাগ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ তাই তাঁর অবৈধ বাজি কারখানায় পুলিশ ও প্রশাসনের মদত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ৷ তাছাড়া এই ঘটনার প্রাথমিক অভিযোগে বিস্ফোরক আইনের ধারা না দেওয়া ঘিরেও বিতর্ক তৈরি হয় ৷ বারবার বিতর্কে জড়ানোর মধ্যেই মৌসমকে শোকজ করা হয় ৷ এবার তাঁকে বদলিই করে দেওয়া হল এগরা থানা থেকে ৷

তাঁর জায়গায় যাঁকে আনা হল, সেই স্বপন গোস্বামী আগেও এগরা থানার দায়িত্বে ছিলেন ৷ তবে তখন এগরা ওসি থানা ছিল ৷ এগরা ছাড়াও পূর্ব মেদিনীপুরের একাধিক থানায় ওসি হিসেবে কাজ করেছেন স্বপন গোস্বামী ৷ যখন তিনি মহিষাদল থানায় ছিলেন, সেই সময়ই তাঁর পদোন্নতি হয় ৷ তিনি ওসি থেকে আইসি হন ৷ তার পর তিনি হুগলির জেলার একটি থানায় আইসি হিসেবে কাজে যোগ দেন ৷ এবার সেখান থেকে আবার তিনি ফিরলেন পূর্ব মেদিনীপুরে ৷

এই বদলি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের শীর্ষস্তর থেকে কেউ কিছু বলতে চাননি ৷ তবে পুলিশ মহলের একাংশের বক্তব্য, এগরা স্বপন গোস্বামীর পরিচিত জায়গা ৷ কিন্তু এবার তাঁর চ্যালেঞ্জ অনেক বেশি ৷ কারণ, বিস্ফোরণের জেরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ ৷ এদিন এলাকার একটি গ্রাম থেকে বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হয় ৷ গ্রামের লোকেরাই সেই কারখানার হদিশ পেয়ে পুলিশকে খবর দেন ৷ পুলিশের সঙ্গে সেখানে স্থানীয় মানুষের বচসাও হয় ৷

আরও পড়ুন: খাদিকুল থেকে কয়েক কিমি দূরে হদিশ আরও একটি বাজি কারখানার

এগরা (পূর্ব মেদিনীপুর), 19 মে: বদল করা হল পূর্ব মেদিনীপুরের এগরা থানার আইসিকে ৷ এতদিন ওই পদে ছিলেন মৌসম চক্রবর্তী ৷ তাঁকে বদলি করে ওই পদে নিয়ে আসা হল স্বপন গোস্বামীকে ৷ তিনি হুগলিতে কর্তব্যরত ছিলেন ৷

গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ ঘটনার দিনই ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল ৷ শুক্রবার সকালে জানা যায় যে কারখানার মালিক তথা এই বিস্ফোরণের মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগেরও মৃত্যু হয়েছে ৷ এই পরিস্থিতিতে এগরা থানার শীর্ষপদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ মহলের একাংশ ৷

প্রসঙ্গত, মঙ্গলবার বেলার দিকে বিস্ফোরণ হয় ৷ তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ এগরা থানার তৎকালীন আইসি মৌসম চক্রবর্তীও ঘটনাস্থলে যান ৷ কিন্তু পুলিশকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান ৷ পুলিশকে মারধর করারও অভিযোগ ওঠে ৷ মৌসম চক্রবর্তীও আক্রান্ত হন বলে অভিযোগ ৷

এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ ভানু বাগ এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন ৷ তাই তাঁর অবৈধ বাজি কারখানায় পুলিশ ও প্রশাসনের মদত ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ৷ তাছাড়া এই ঘটনার প্রাথমিক অভিযোগে বিস্ফোরক আইনের ধারা না দেওয়া ঘিরেও বিতর্ক তৈরি হয় ৷ বারবার বিতর্কে জড়ানোর মধ্যেই মৌসমকে শোকজ করা হয় ৷ এবার তাঁকে বদলিই করে দেওয়া হল এগরা থানা থেকে ৷

তাঁর জায়গায় যাঁকে আনা হল, সেই স্বপন গোস্বামী আগেও এগরা থানার দায়িত্বে ছিলেন ৷ তবে তখন এগরা ওসি থানা ছিল ৷ এগরা ছাড়াও পূর্ব মেদিনীপুরের একাধিক থানায় ওসি হিসেবে কাজ করেছেন স্বপন গোস্বামী ৷ যখন তিনি মহিষাদল থানায় ছিলেন, সেই সময়ই তাঁর পদোন্নতি হয় ৷ তিনি ওসি থেকে আইসি হন ৷ তার পর তিনি হুগলির জেলার একটি থানায় আইসি হিসেবে কাজে যোগ দেন ৷ এবার সেখান থেকে আবার তিনি ফিরলেন পূর্ব মেদিনীপুরে ৷

এই বদলি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের শীর্ষস্তর থেকে কেউ কিছু বলতে চাননি ৷ তবে পুলিশ মহলের একাংশের বক্তব্য, এগরা স্বপন গোস্বামীর পরিচিত জায়গা ৷ কিন্তু এবার তাঁর চ্যালেঞ্জ অনেক বেশি ৷ কারণ, বিস্ফোরণের জেরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ ৷ এদিন এলাকার একটি গ্রাম থেকে বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হয় ৷ গ্রামের লোকেরাই সেই কারখানার হদিশ পেয়ে পুলিশকে খবর দেন ৷ পুলিশের সঙ্গে সেখানে স্থানীয় মানুষের বচসাও হয় ৷

আরও পড়ুন: খাদিকুল থেকে কয়েক কিমি দূরে হদিশ আরও একটি বাজি কারখানার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.