কলকাতা, 27 জুলাই : বাধ্য হয়ে কোরোনায় মৃত বৃদ্ধকে বাড়ি লাগোয়া জমিতেই সমাধিস্থ করল পরিবার ৷ প্রশাসনের জন্য বারো ঘণ্টা অপেক্ষার পর গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির দেহ সমাধিস্থ করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে ৷
বৃদ্ধের নাম সনাতন প্রধান (70) ৷ বাড়ি কোলাঘাটের এক গ্রামে ৷ গত 19 জুলাই, রবিবার তিনি অসুস্থ হন ৷ পরদিন তাঁকে কোরোনা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেদিনই বাড়ি ফেরেন তিনি ৷
হাসাপাতাল সূত্রে বৃহস্পতিবার পরিবারটি জানতে পারে, বৃদ্ধ কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ এরপর হাসপাতালের তরফে একটি অ্যাম্বুলেন্সও পাঠানো হচ্ছে বলেও জানানো হয় ৷ ইতিমধ্যে অসুস্থতা বেড়ে যায় বৃদ্ধের ৷ অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যু হয় ৷ এরপরই সমস্যা তৈরি হয় ৷ কিছু পরে অ্যাম্বুলেন্স এলেও চালক জানিয়ে দেয়, কোরোনায় মৃত ব্যক্তিকে তাঁরা নেবেন না, এটা পুলিশের কাজ ৷ অ্যাম্বুলেন্সটি ফিরে যায় ৷
পরিবারের বক্তব্য, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরেও পুলিশ প্রশাসনের সাহায্য মেলেনি ৷ খবর পেয়ে কয়েকজন প্রশাসনিক আধিকারিক উপস্থিত হলেও তাঁরা দূর থেকে PPE কিট ছুঁড়ে দেয় ৷ অভিযোগ, পরিবারের সদস্যদের বলা হয়, নিজেদেরই সৎকার করতে হবে ৷ এরপর পরিবারটি ঠিক করে গ্রামের শ্মশানঘাটে দেহ দাহ করবে ৷ কিন্তু, স্থানীয়রা বাধা দেয় ৷ বলা হয়, গ্রামের বাইরে দাহ করতে হবে ৷ সারাদিন এমন টানাপোড়ন চলতে থাকে ৷ শেষে রাতে সনাতন প্রধানের দুই ছেলে PPE কিট পরে বাড়ি লাগোয়া জমিতেই বাবার দেহ সমাধিস্থ করে ৷ যদিও এরপরও অস্বস্তির ইতি হয়নি ৷ সকালে স্থানীয়রা চোটপাট শুরু করে, কেন গ্রামের মধ্যে কোরোনা আক্রান্তের দেহ সমাধি দেওয়া হল এই প্রশ্ন তুলে ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবারের ওই ঘটনার পর থেকে এখনও অবধি কোনও স্বাস্থ্যকর্মী প্রধান পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করেনি ৷ এবিষয়ে প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে, এক পঞ্চায়েত সদস্য জানান, সোমবার পরিবারটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷