ETV Bharat / state

Digha alert : চোখ রাঙাচ্ছে গুলাব, দিঘাতে পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবকে মাথায় রেখে সতর্ক রাজ্য় প্রশাসন ৷ দিঘায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Digha alert
চোখ রাঙাচ্ছে গুলাব, দিঘাতে পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ
author img

By

Published : Sep 26, 2021, 4:52 PM IST

Updated : Sep 26, 2021, 6:16 PM IST

দিঘা, 26 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূল ভাগের আবহাওয়া খারাপ হতে পারে ৷ তাই দিঘা-সহ এরাজ্য়ের বিভিন্ন সমুদ্র সংলগ্ন এলাকা ও পর্যটনস্থলে জারি হয়েছে সতর্কতা ৷

সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং এবং জেলা প্রশাসনের তরফ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত হোটেলে পর্যটক রয়েছেন, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । জেলা প্রশাসনের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড এলার্ট । মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘলা হতে শুরু করে আকাশ ৷ বৃষ্টিও শুরু হয় । রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, স্থানীয় বিডিও বিষ্ণুপদ রায়-সহ অন্যান্য জেলা আধিকারিকেরা রবিবার দিঘা পরিদর্শনে আসছেন । সকলকে সতর্ক করেন তাঁরা ৷

সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং

আরও পড়ুন : বুধবার রাজ্যের উপকূলে পৌঁছাবে ঘূর্ণিঝড় 'গুলাব', ভারী বৃষ্টির সম্ভাবনা

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, সর্বতোভাবে তাঁরা বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি আছেন ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, গুলাবের প্রভাব এরাজ্যে সরাসরি না পড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, উপকূলবর্তী অঞ্চলে বইবে ঝোড়ো হাওয়া ৷

দিঘা, 26 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূল ভাগের আবহাওয়া খারাপ হতে পারে ৷ তাই দিঘা-সহ এরাজ্য়ের বিভিন্ন সমুদ্র সংলগ্ন এলাকা ও পর্যটনস্থলে জারি হয়েছে সতর্কতা ৷

সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং এবং জেলা প্রশাসনের তরফ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত হোটেলে পর্যটক রয়েছেন, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন । জেলা প্রশাসনের তরফে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে রেড এলার্ট । মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে মেঘলা হতে শুরু করে আকাশ ৷ বৃষ্টিও শুরু হয় । রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, স্থানীয় বিডিও বিষ্ণুপদ রায়-সহ অন্যান্য জেলা আধিকারিকেরা রবিবার দিঘা পরিদর্শনে আসছেন । সকলকে সতর্ক করেন তাঁরা ৷

সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং

আরও পড়ুন : বুধবার রাজ্যের উপকূলে পৌঁছাবে ঘূর্ণিঝড় 'গুলাব', ভারী বৃষ্টির সম্ভাবনা

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, সর্বতোভাবে তাঁরা বিপর্যয় মোকাবিলার জন্য তৈরি আছেন ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, গুলাবের প্রভাব এরাজ্যে সরাসরি না পড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে, উপকূলবর্তী অঞ্চলে বইবে ঝোড়ো হাওয়া ৷

Last Updated : Sep 26, 2021, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.