এগরা, 30 অগস্ট: অবশেষে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার এগরা 2 নম্বর ব্লকে স্থায়ী সমিতির গঠন নিয়ে ভোটদান শুরু হতেই শিশির অধিকারীর ভোট দানকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে উত্তেজনা দেখা দিল। মঙ্গলবার 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি জয়লাভ করে। পরবর্তীকালে শিশু ও নারী কল্যাণ দফতরের স্থায়ী সমিতি গঠনের সময় শিশিরের ভোট নিয়ে বিতর্ক শুরু হয়।
সেখানে দেখা গিয়েছে 5 জনের জায়গায় 6 জনকে ভোট দিয়েছেন সাংসদ। কিন্তু নিয়ম অনুযায়ী 5 জনকে ভোট দেওয়া যায়। পরে তিনি নিজে একটি ভোট বাতিল করেন। শাসকদলের পক্ষ থেকে শিশির অধিকারীর ভোটকেই বাতিল বলে গণ্য করতে হবে বলে দাবি ওঠে। কিন্তু এগরা 2 নম্বর ব্লকের বিডিও কৌশিশ রায় জানান, শিশিরের ভোট বৈধ। অন্যদিকে, এই ভোটটিকে বৈধ ঘোষণার কারণ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থীরা।
তৃণমূলের দাবি, এই ভোটটিকে বাতিল করতে হবে। তা না-হলে বাকি যে তিনটি স্থায়ী আসন গঠন করা হবে তাতে তারা অংশ গ্রহণ করবে না। এই নিয়ে এগরা 2 নম্বর ব্লকের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। যদিও এসব ঘটনা গুরুত্ব দিতে নারাজ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। স্থায়ী সমিতি গঠন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপি প্রথম থেকেই এগিয়ে ছিল। বিজেপির 20টি ও তৃণমূলের 19টি ভোট ছিল। একটি ভোট ভুল দেওয়ার কারণে আমাদের 8 জন ও তৃণমূলের একজন জিতেছেন।"
এরপর শিশিরবাবু বলেন, "আমি উন্নয়নের পক্ষে ভোট দিয়েছি। প্রকৃত যারা উন্নয়ন করবে, তাদেরকেই ভোট দিয়েছি।" অপরদিকে তৃণমূলের স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি তরুণ মাইতি বলেন, "অবৈধভাবে এই স্থায়ী সমিতি গঠন করা হল। কারণ শিশির অধিকারী 5 জনকে ভোটদানের জায়গায় 6 জনকে দিয়েছেন। তাই ওঁর ভোট বাদ দিতে হবে। না-হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আর যদি না-হয় শেষমেশ আমরা আদালতে যাব। যদিও এগরা 2 নম্বর ব্লকের বিডিও বলেন, "সরকারি নিয়ম মেনেই আমরা স্থায়ী সমিতি গঠন করেছি। স্থায়ী সমিতির 8টি আসনে একটি রাজনৈতিক দল ও একটিতে অন্য একটি রাজনৈতিক দল জয়লাভ করেছে।
আরও পড়ুন: 'আপনার পরিবারের কোনও সদস্য যদি ভিতরে চলে যায় ?' মমতাকে হুঁশিয়ারি সুকান্তর