ETV Bharat / state

ভরসা আছে, এবার মহাভারতে বোঝা যাবে অর্জুন কি না: দিলীপ - dilip on arjun singh

"যেই খুঁটিগুলোর উপর মমতা দাঁড়িয়ে আছেন সেই খুঁটিগুলো সব ভেঙে যাচ্ছে।" ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংয়ের BJP-তে যোগদান প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 14, 2019, 7:27 PM IST

কাঁথি, ১৪ মার্চ : "একটা করে উইকেট তৃণমূলের পড়ছে। বুঝতেই পারছেন ম্যাচটা কোনদিকে যাবে।" ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংয়ের BJP-তে যোগদান প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দিল্লিতে দলীয় কার্যালয়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং। এপ্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যেই খুঁটিগুলোর উপর মমতা দাঁড়িয়ে আছেন সেই খুঁটিগুলো সব ভেঙে যাচ্ছে।"

লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী না করায় তৃণমূলের উপর ক্ষুব্ধ ছিলেন অর্জুন। সূত্রের খবর ছিল, BJP-র সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। তবে সমস্ত সম্ভাবনার কথা নাকচ করে তিনি বলেছিলেন, "এখনও পর্যন্ত এটা রটনা। এসব আপনারা রটাচ্ছেন। এবিষয়ে আমার কিছু বলার নেই।" তবে, এরপরই দিল্লিতে আজ BJP-তে যোগ দেন তিনি।

এবিষয়ে আজ মন্দারমনির চাউলখোলাতে সাংগঠনিক সভা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "উনি তো অর্জুন ছিলেনই। এবার মহাভারতে বোঝা যাবে উনি অর্জুন কি না। তাঁর উপর ভরসা আছে। তাই আমাদের সঙ্গে তাঁকে নেওয়া হয়েছে।"

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "মমতার ব্যানার্জির কাছে লোক নেই। তাও তিনজন অধ্যাপককে বাদ দিয়েছেন। টিকিট দেননি। একজন উকিলকে টিকিট দেননি। বেশিরভাগই সব নাবালকদের টিকিট দিয়েছেন। উনি নিজেই বলেছেন একজনের বয়স এখনও পঁচিশ বছর হয়নি। তাও উনি টিকিট দিয়েছেন। TMC-র কী অবস্থা বুঝতেই পারছেন।"

গতকাল সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কে কোথায় যাচ্ছে তাতে কিছু যায় আসে না।" এই কথার প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন, "কেউ চলে গেলে উনি কী আর কাঁদবেন? উনি তো বলবেনই কিছু যায় আসে না।" আর অধীর চৌধুরি বলেছেন কংগ্রেস থেকে ভেঙে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন BJP-ও সেই পথেই এগোচ্ছে। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। ওরা তো শুধু বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গেছে। আমরা তো বিধায়ক, সাংসদ দুটোই নিয়ে আসছি।"

বাংলায় এখনও পর্যন্ত ৭৮৭৯৯টি বুথ রয়েছে। সেই সব বুথই স্পর্শকাতর। তাই প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "সব বুথই স্পর্শকাতর। কারণ, গত পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ বুথে মনোনয়ন করতে দেওয়া হয়নি। ভোট করতে দেওয়া হয়নি। ৪২ শতাংশ গ্রামীণ ভোটার ভোট দিতে পারেনি। ভোট গুনতেও দেওয়া হয়নি। দেশের অন্যতম গণতান্ত্রিক রাজ্যের এমন অবস্থা। স্বাভাবিকভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন থাকবেই। আর সংবাদমাধ্যম আমাদের সঙ্গে নেই।"

২৯ জানুয়ারি কাঁথিতে অমিত শাহর সভা ঘিরে তুলকালাম বেধেছিল কাঁথিতে। BJP-র উপর ঘটনার দায় চাপিয়েছিল শাসকদল তৃণমূল। পুলিশের উপস্থিতিতে নেতা- কর্মীদের উপর হামলা, কার্যালয় ভাঙচুরের মতো একাধিক অভিযোগ করে তৃণমূল। এরপরও কাঁথিতে BJP-কে নিষিদ্ধ বলে হুলিয়া জারি করে তারা। এরপর এখনও ভোট ময়দানে সেভাবে প্রচারে দেখা যায়নি BJP-কে। তৃণমূলকে কী তাহলে ভয় পাচ্ছে তারা? দিলীপের সোজাসাপটা উত্তর, "আমরা আমাদের কাজ করছি। যাঁরা ভয় পাচ্ছেন তাঁরা এসব করে বেড়াচ্ছেন। দিদিমণি (মমতা ব্যানার্জি) আবার ভালো ভালো ভাষণ দিচ্ছেন। এর যোগ্য জবাব দেওয়ার জায়গা হচ্ছে আগামী লোকসভা নির্বাচন। নির্বাচনে সব হিসেব মিটে যাবে। আর সাংবাদিকদের বিষয়ে বলেন সংবাদ মাধ্যম BJP-র পাসে নেই, দিদি সংবাদমাধ্যমকে কান ধরে উঠবোস করাচ্ছে। এটা ঠিক নয়।"

কাঁথি, ১৪ মার্চ : "একটা করে উইকেট তৃণমূলের পড়ছে। বুঝতেই পারছেন ম্যাচটা কোনদিকে যাবে।" ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংয়ের BJP-তে যোগদান প্রসঙ্গে বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দিল্লিতে দলীয় কার্যালয়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং। এপ্রসঙ্গে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যেই খুঁটিগুলোর উপর মমতা দাঁড়িয়ে আছেন সেই খুঁটিগুলো সব ভেঙে যাচ্ছে।"

লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী না করায় তৃণমূলের উপর ক্ষুব্ধ ছিলেন অর্জুন। সূত্রের খবর ছিল, BJP-র সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। তবে সমস্ত সম্ভাবনার কথা নাকচ করে তিনি বলেছিলেন, "এখনও পর্যন্ত এটা রটনা। এসব আপনারা রটাচ্ছেন। এবিষয়ে আমার কিছু বলার নেই।" তবে, এরপরই দিল্লিতে আজ BJP-তে যোগ দেন তিনি।

এবিষয়ে আজ মন্দারমনির চাউলখোলাতে সাংগঠনিক সভা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "উনি তো অর্জুন ছিলেনই। এবার মহাভারতে বোঝা যাবে উনি অর্জুন কি না। তাঁর উপর ভরসা আছে। তাই আমাদের সঙ্গে তাঁকে নেওয়া হয়েছে।"

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, "মমতার ব্যানার্জির কাছে লোক নেই। তাও তিনজন অধ্যাপককে বাদ দিয়েছেন। টিকিট দেননি। একজন উকিলকে টিকিট দেননি। বেশিরভাগই সব নাবালকদের টিকিট দিয়েছেন। উনি নিজেই বলেছেন একজনের বয়স এখনও পঁচিশ বছর হয়নি। তাও উনি টিকিট দিয়েছেন। TMC-র কী অবস্থা বুঝতেই পারছেন।"

গতকাল সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কে কোথায় যাচ্ছে তাতে কিছু যায় আসে না।" এই কথার প্রসঙ্গ উঠলে দিলীপ বলেন, "কেউ চলে গেলে উনি কী আর কাঁদবেন? উনি তো বলবেনই কিছু যায় আসে না।" আর অধীর চৌধুরি বলেছেন কংগ্রেস থেকে ভেঙে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন BJP-ও সেই পথেই এগোচ্ছে। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। ওরা তো শুধু বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গেছে। আমরা তো বিধায়ক, সাংসদ দুটোই নিয়ে আসছি।"

বাংলায় এখনও পর্যন্ত ৭৮৭৯৯টি বুথ রয়েছে। সেই সব বুথই স্পর্শকাতর। তাই প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, "সব বুথই স্পর্শকাতর। কারণ, গত পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ বুথে মনোনয়ন করতে দেওয়া হয়নি। ভোট করতে দেওয়া হয়নি। ৪২ শতাংশ গ্রামীণ ভোটার ভোট দিতে পারেনি। ভোট গুনতেও দেওয়া হয়নি। দেশের অন্যতম গণতান্ত্রিক রাজ্যের এমন অবস্থা। স্বাভাবিকভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন থাকবেই। আর সংবাদমাধ্যম আমাদের সঙ্গে নেই।"

২৯ জানুয়ারি কাঁথিতে অমিত শাহর সভা ঘিরে তুলকালাম বেধেছিল কাঁথিতে। BJP-র উপর ঘটনার দায় চাপিয়েছিল শাসকদল তৃণমূল। পুলিশের উপস্থিতিতে নেতা- কর্মীদের উপর হামলা, কার্যালয় ভাঙচুরের মতো একাধিক অভিযোগ করে তৃণমূল। এরপরও কাঁথিতে BJP-কে নিষিদ্ধ বলে হুলিয়া জারি করে তারা। এরপর এখনও ভোট ময়দানে সেভাবে প্রচারে দেখা যায়নি BJP-কে। তৃণমূলকে কী তাহলে ভয় পাচ্ছে তারা? দিলীপের সোজাসাপটা উত্তর, "আমরা আমাদের কাজ করছি। যাঁরা ভয় পাচ্ছেন তাঁরা এসব করে বেড়াচ্ছেন। দিদিমণি (মমতা ব্যানার্জি) আবার ভালো ভালো ভাষণ দিচ্ছেন। এর যোগ্য জবাব দেওয়ার জায়গা হচ্ছে আগামী লোকসভা নির্বাচন। নির্বাচনে সব হিসেব মিটে যাবে। আর সাংবাদিকদের বিষয়ে বলেন সংবাদ মাধ্যম BJP-র পাসে নেই, দিদি সংবাদমাধ্যমকে কান ধরে উঠবোস করাচ্ছে। এটা ঠিক নয়।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.