ETV Bharat / state

Dilip Ghosh: কর্ণাটক আর বাংলার রাজনীতি আলাদা, মন্তব্য দিলীপের - কর্ণাটকের ফল

কর্ণাটকে দলের হারের প্রেক্ষিতে বাংলার প্রসঙ্গ টেনে শনিবার দিলীপ ঘোষ বলেন, এখানকার রাজনীতি অন্যরকম । বাংলার সরকার একেবারে পাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে ৷

Etv Bharat
দিলীপ ঘোষ
author img

By

Published : May 13, 2023, 10:14 PM IST

এগরা, 13 মে: শনিবারই বেরিয়েছে কর্ণাটক বিধানসভার ফল ৷ সেখানে বিজেপিকে বিপুল ব্যবধানে পিছনে ফেলে ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ কর্ণাটকের এই ফলে স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে বিষাদের সুর ৷ এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের সতর্ক হয়ে লড়াই করার আবেদন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

এদিন নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ ৷ এদিন, এগরা বিধানসভার ফকির দাস হাইস্কুলে এগরা বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, কর্ণাটক কর্ণাটকই, আর বাংলা বাংলাই । এটা ঠিক যে এখানকার রাজনীতি অন্যরকম । এখানকার সরকার একেবারে পাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে । মানুষ সরে গিয়েছে । তাঁদের জন্য কোনও ভালো খবর নেই ৷ বিজেপি কর্মীদেরও সতর্ক হতে হবে । আরও বেশি লড়াই করতে হবে দলকে এরাজ্যে ভালো ফলাফলের জন্য ।

কর্ণাটকের এবারের নির্বাচনী প্রচারে বজরং দল, পিএফআই -র মতো কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কংগ্রেস । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,"দেখা যাক, যা হবে দেশের আইনের বাইরে কেউ কিছু করতে পারবে না । সরকারকেও তাই করতে হবে ।" কংগ্রেসকে আক্রমণ করে তাঁর পালটা প্রশ্ন, "এতদিন বাড়ল কী করে পিএফআই ? এতদিন কট্টরপন্থী সন্ত্রাসবাদ ও মাওবাদীরা দেশে বাড়ল, লক্ষ লক্ষ লোকের হত্যা হল কী করে, এসব কারা করেছে ! কংগ্রেসের লোকেরাই করেছে । সেই জন্য লোকে তাদেরকে (কংগ্রেস ) শিক্ষাও দিয়েছে অতীতে । এখন সেই অভিজ্ঞতা থেকে তাদেরকে শিক্ষাও নিতে হবে ।"

পাশাপাশি, দিলীপ ঘোষ এদিনও জানিয়েছেন, বাংলায় কোনও তোষণের রাজনীতি করা যাবে না । বাংলা তথা সারা ভারতবর্ষে কোথাও তোষণের রাজনীতি করা চলবে না । বিজেপি বাংলায় লড়াই করছে পরিবর্তনের জন্য । এদিনের কর্মীসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে এক হয়ে লড়তে হবে । এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত, প্রাক্তন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী-সহ অন্যান্য কর্মী সমর্থকরা ।

আরও পড়ুন: বিজেপির জন্য কর্ণাটকের ফল আগামীর শিক্ষা: মমতা

এগরা, 13 মে: শনিবারই বেরিয়েছে কর্ণাটক বিধানসভার ফল ৷ সেখানে বিজেপিকে বিপুল ব্যবধানে পিছনে ফেলে ক্ষমতা দখল করেছে কংগ্রেস ৷ কর্ণাটকের এই ফলে স্বাভাবিকভাবেই বিজেপি শিবিরে বিষাদের সুর ৷ এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের সতর্ক হয়ে লড়াই করার আবেদন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

এদিন নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ ৷ এদিন, এগরা বিধানসভার ফকির দাস হাইস্কুলে এগরা বিধানসভার দলীয় কর্মীদের নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, কর্ণাটক কর্ণাটকই, আর বাংলা বাংলাই । এটা ঠিক যে এখানকার রাজনীতি অন্যরকম । এখানকার সরকার একেবারে পাঁকে পড়ে হাবুডুবু খাচ্ছে । মানুষ সরে গিয়েছে । তাঁদের জন্য কোনও ভালো খবর নেই ৷ বিজেপি কর্মীদেরও সতর্ক হতে হবে । আরও বেশি লড়াই করতে হবে দলকে এরাজ্যে ভালো ফলাফলের জন্য ।

কর্ণাটকের এবারের নির্বাচনী প্রচারে বজরং দল, পিএফআই -র মতো কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কংগ্রেস । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,"দেখা যাক, যা হবে দেশের আইনের বাইরে কেউ কিছু করতে পারবে না । সরকারকেও তাই করতে হবে ।" কংগ্রেসকে আক্রমণ করে তাঁর পালটা প্রশ্ন, "এতদিন বাড়ল কী করে পিএফআই ? এতদিন কট্টরপন্থী সন্ত্রাসবাদ ও মাওবাদীরা দেশে বাড়ল, লক্ষ লক্ষ লোকের হত্যা হল কী করে, এসব কারা করেছে ! কংগ্রেসের লোকেরাই করেছে । সেই জন্য লোকে তাদেরকে (কংগ্রেস ) শিক্ষাও দিয়েছে অতীতে । এখন সেই অভিজ্ঞতা থেকে তাদেরকে শিক্ষাও নিতে হবে ।"

পাশাপাশি, দিলীপ ঘোষ এদিনও জানিয়েছেন, বাংলায় কোনও তোষণের রাজনীতি করা যাবে না । বাংলা তথা সারা ভারতবর্ষে কোথাও তোষণের রাজনীতি করা চলবে না । বিজেপি বাংলায় লড়াই করছে পরিবর্তনের জন্য । এদিনের কর্মীসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে এক হয়ে লড়তে হবে । এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত, প্রাক্তন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী-সহ অন্যান্য কর্মী সমর্থকরা ।

আরও পড়ুন: বিজেপির জন্য কর্ণাটকের ফল আগামীর শিক্ষা: মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.