ETV Bharat / state

খুলল দিঘা বিজ্ঞান কেন্দ্র

পর্যটকদের কথা মাথায় রেখে, সরকারি কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই খোলা হল দিঘা বিজ্ঞান কেন্দ্র ৷ প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তা খোলা থাকবে ।

দিঘা বিজ্ঞান কেন্দ্র
দিঘা বিজ্ঞান কেন্দ্র
author img

By

Published : Nov 11, 2020, 11:04 AM IST

Updated : Nov 11, 2020, 12:15 PM IST

দিঘা, 11 নভেম্বর : বিশ্ব বিজ্ঞান দিবসে খোলা হল দিঘা বিজ্ঞান কেন্দ্র ৷ ধীরে ধীরে ফের পর্যটক আসতে শুরু করেছেন দিঘায় ৷ তাই পর্যটকদের কথা মাথায় রেখেই বিজ্ঞান কেন্দ্র খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷

পুজোর সময়ই চালু হয়েছে দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ তবে বন্ধ ছিল লোকাল ট্রেন ৷ আজ থেকে সেটাও চালু হল ৷ মেচেদা ও পাঁশকুড়া থেকে একটি করে দিঘাগামী লোকাল ট্রেন চালু করা হচ্ছে বলে রেলের তরফ থেকে জানা যায় । এর ফলে দিঘায় অনেকেই ভিড় জমাতে পারেন বলে মনে করছেন হোটেল মালিক থেকে ব্যবসায়ীরা ৷

খুলল দিঘা বিজ্ঞান কেন্দ্র

গতকাল বিশ্ব বিজ্ঞান দিবসে তাই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় দিঘা বিজ্ঞান কেন্দ্রের দরজা ৷ কলকাতা বিজ্ঞান কেন্দ্রের আদলে গড়ে তোলা হয়েছে এই বিজ্ঞান কেন্দ্রটি ৷ দিঘা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিরঞ্জন গুপ্ত বলেন, "কোরোনা বিধি ও সরকারি নির্দেশ মেনে বিজ্ঞান কেন্দ্রটি দর্শকদের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হচ্ছে । মাস্ক ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না । ঢোকার আগে রয়েছে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা ৷ টিকিট কাউন্টারের সামনে গোল দাগ করা হয়েছে ।

প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বিজ্ঞান কেন্দ্রটি খোলা থাকবে । রুমের মধ্যে যত ভিডিও শো রয়েছে সেখানে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে । যেমন 3D শো-এর জন্য 65টি আসন রয়েছে , সেখানে একসঙ্গে সর্বাধিক 35 জন ভেতরে ঢুকে শো দেখতে পারবেন । স্পেশ শো-এর জন্য 62 টি আসন রয়েছে, সেখানে 30 জনের বেশি একসঙ্গে ঢুকতে পারবেন না ।

দিঘা, 11 নভেম্বর : বিশ্ব বিজ্ঞান দিবসে খোলা হল দিঘা বিজ্ঞান কেন্দ্র ৷ ধীরে ধীরে ফের পর্যটক আসতে শুরু করেছেন দিঘায় ৷ তাই পর্যটকদের কথা মাথায় রেখেই বিজ্ঞান কেন্দ্র খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের ৷

পুজোর সময়ই চালু হয়েছে দিঘা-হাওড়া স্পেশাল ট্রেন ৷ তবে বন্ধ ছিল লোকাল ট্রেন ৷ আজ থেকে সেটাও চালু হল ৷ মেচেদা ও পাঁশকুড়া থেকে একটি করে দিঘাগামী লোকাল ট্রেন চালু করা হচ্ছে বলে রেলের তরফ থেকে জানা যায় । এর ফলে দিঘায় অনেকেই ভিড় জমাতে পারেন বলে মনে করছেন হোটেল মালিক থেকে ব্যবসায়ীরা ৷

খুলল দিঘা বিজ্ঞান কেন্দ্র

গতকাল বিশ্ব বিজ্ঞান দিবসে তাই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় দিঘা বিজ্ঞান কেন্দ্রের দরজা ৷ কলকাতা বিজ্ঞান কেন্দ্রের আদলে গড়ে তোলা হয়েছে এই বিজ্ঞান কেন্দ্রটি ৷ দিঘা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক নিরঞ্জন গুপ্ত বলেন, "কোরোনা বিধি ও সরকারি নির্দেশ মেনে বিজ্ঞান কেন্দ্রটি দর্শকদের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হচ্ছে । মাস্ক ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না । ঢোকার আগে রয়েছে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা ৷ টিকিট কাউন্টারের সামনে গোল দাগ করা হয়েছে ।

প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বিজ্ঞান কেন্দ্রটি খোলা থাকবে । রুমের মধ্যে যত ভিডিও শো রয়েছে সেখানে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে । যেমন 3D শো-এর জন্য 65টি আসন রয়েছে , সেখানে একসঙ্গে সর্বাধিক 35 জন ভেতরে ঢুকে শো দেখতে পারবেন । স্পেশ শো-এর জন্য 62 টি আসন রয়েছে, সেখানে 30 জনের বেশি একসঙ্গে ঢুকতে পারবেন না ।

Last Updated : Nov 11, 2020, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.