ETV Bharat / state

দিঘায় যাবেন ? ভ্যাকসিন সার্টিফিকেট বা কোভিড নেগেটিভ রিপোর্ট না থাকলেও চলবে

author img

By

Published : Jul 29, 2021, 8:17 AM IST

খুলল দিঘার দরজা ৷ পর্যটকের সঙ্গে কোভিড-19 দু'টি ভ্যাকসিনের সার্টিফিকেট বা আরটি-পিসিআর (RT-PCR) রিপোর্ট না থাকলেও কোনও হোটেলে থাকতে পারবেন পর্যটকেরা ৷ কারণ হোটেল সংগঠন চালু করেছে কোভিড পরীক্ষার শিবির ৷

স্বাভাবিক ছন্দে ফিরবে দিঘা
স্বাভাবিক ছন্দে ফিরবে দিঘা

দিঘা, 29 জুলাই : পরিস্থিতি স্বাভাবিক করতে দিঘায় পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করল হোটেল সংগঠন । বুধবার থেকে "দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন"-এর (Digha Sankarpur Hoteliers Association) অফিসে এই শিবির শুরু হয়েছে ।

এর আগেও হোটেল সংগঠনের পক্ষ থেকে কোভিড পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল । কিন্তু প্রশাসন সেই শিবির বন্ধ করে দেয় । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিঘাতে এসে করোনার টেস্ট নয় । বাড়ি থেকে আসার সময় করোনার টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে । এই নির্দেশিকা জারি হওয়ার পর প্রশাসনের উদ্যোগে কড়াকড়ি, ধরপাকড়ও চলতে থাকে ।‌ তাতে পর্যটকের সংখ্যা কমতে থাকে । এই পরিস্থিতিতে পর্যটকরা দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ৷ হোটেল সংগঠনগুলি হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় হোটেল ব্যবসায়ী-সহ, দিঘায় পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্য ছোটখাটো ব্যবসায়ীরাও ৷

দিঘায় পর্যটক টানতে শুরু হল কোভিড পরীক্ষার শিবির

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; মৎস্যজীবীদের উদ্ধার

সমস্যা সমাধানে জেলাশাসক হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করেন । "দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন"-এর যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, "আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পর্যটকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছি । যে সব পর্যটক কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে আসবেন না, তাঁরা এখানে করোনা পরীক্ষা করতে পারবেন ।" তবে বিনামূল্যে নয়, এই পরীক্ষার জন্য 200 টাকা করে দিতে হবে প্রত্যেক পর্যটককে । আরেক হোটেল মালিক পরমেশ চন্দ বলেন, "1 জুলাই থেকে আমরা হোটেল খুলেছি । কিন্তু জেলা প্রশাসন 12 জুলাই থেকে যে ভাবে কড়াকড়ি নিয়ম শুরু করলেন, তাতে দিঘা পর্যটক শূন্য হয়ে পড়ল । আমরা বিপাকে পড়লাম । তাই প্রশাসনের নির্দেশ মেনে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) শুরু করলাম । যাঁরা হোটেলে আসছেন, তাঁদের আমরা আমাদের এই শিবিরে পাঠিয়ে দিচ্ছি ও টেস্ট রিপোর্ট দেখেই হোটেলে প্রবেশ করতে পারবেন তাঁরা ।"

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছিল, পর্যটকরা কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে এলে, দিঘায় থাকার অনুমতি পাবেন । এখনও রাজ্যবাসীর অনেকেরই দ্বিতীয় ডোজ নেওয়া বাকি রয়েছে ৷ তাই এই সার্টিফিকেট দেখানো সম্ভব নয় ৷ অন্যদিকে আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করাও অনেকের ক্ষেত্রে ব্য়য়বহুল ৷ এই সমস্যার সমাধানে মাঠে নামল হোটেল ব্যবসায়ী সংগঠন ৷ আশা করা যায়, আবার পুরনো ভিড়ের দৃশ্য ফিরে আসবে দিঘার সমুদ্রতটে ৷

দিঘা, 29 জুলাই : পরিস্থিতি স্বাভাবিক করতে দিঘায় পর্যটকদের জন্য কোভিড পরীক্ষার ব্যবস্থা করল হোটেল সংগঠন । বুধবার থেকে "দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন"-এর (Digha Sankarpur Hoteliers Association) অফিসে এই শিবির শুরু হয়েছে ।

এর আগেও হোটেল সংগঠনের পক্ষ থেকে কোভিড পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল । কিন্তু প্রশাসন সেই শিবির বন্ধ করে দেয় । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিঘাতে এসে করোনার টেস্ট নয় । বাড়ি থেকে আসার সময় করোনার টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে । এই নির্দেশিকা জারি হওয়ার পর প্রশাসনের উদ্যোগে কড়াকড়ি, ধরপাকড়ও চলতে থাকে ।‌ তাতে পর্যটকের সংখ্যা কমতে থাকে । এই পরিস্থিতিতে পর্যটকরা দিঘা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ৷ হোটেল সংগঠনগুলি হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় । অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয় হোটেল ব্যবসায়ী-সহ, দিঘায় পর্যটনের সঙ্গে জড়িত অন্যান্য ছোটখাটো ব্যবসায়ীরাও ৷

দিঘায় পর্যটক টানতে শুরু হল কোভিড পরীক্ষার শিবির

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; মৎস্যজীবীদের উদ্ধার

সমস্যা সমাধানে জেলাশাসক হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করেন । "দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন"-এর যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, "আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পর্যটকদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছি । যে সব পর্যটক কোভিড টেস্টের রিপোর্ট নিয়ে আসবেন না, তাঁরা এখানে করোনা পরীক্ষা করতে পারবেন ।" তবে বিনামূল্যে নয়, এই পরীক্ষার জন্য 200 টাকা করে দিতে হবে প্রত্যেক পর্যটককে । আরেক হোটেল মালিক পরমেশ চন্দ বলেন, "1 জুলাই থেকে আমরা হোটেল খুলেছি । কিন্তু জেলা প্রশাসন 12 জুলাই থেকে যে ভাবে কড়াকড়ি নিয়ম শুরু করলেন, তাতে দিঘা পর্যটক শূন্য হয়ে পড়ল । আমরা বিপাকে পড়লাম । তাই প্রশাসনের নির্দেশ মেনে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) শুরু করলাম । যাঁরা হোটেলে আসছেন, তাঁদের আমরা আমাদের এই শিবিরে পাঠিয়ে দিচ্ছি ও টেস্ট রিপোর্ট দেখেই হোটেলে প্রবেশ করতে পারবেন তাঁরা ।"

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছিল, পর্যটকরা কোভিড-19 ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার সার্টিফিকেট অথবা কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে এলে, দিঘায় থাকার অনুমতি পাবেন । এখনও রাজ্যবাসীর অনেকেরই দ্বিতীয় ডোজ নেওয়া বাকি রয়েছে ৷ তাই এই সার্টিফিকেট দেখানো সম্ভব নয় ৷ অন্যদিকে আরটি-পিসিআর (RT-PCR) পরীক্ষা করাও অনেকের ক্ষেত্রে ব্য়য়বহুল ৷ এই সমস্যার সমাধানে মাঠে নামল হোটেল ব্যবসায়ী সংগঠন ৷ আশা করা যায়, আবার পুরনো ভিড়ের দৃশ্য ফিরে আসবে দিঘার সমুদ্রতটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.