ETV Bharat / state

রূপনারায়ণে নৌকাডুবিতে মৃত 2

সোমবার মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে নৌকাডুবির ঘটনাটি ঘটে । ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে 38 জন যাত্রীকে উদ্ধার করা হয় । ঘটনার চারদিন কেটে গেলেও নিখোঁজ ছিলেন মায়াচরের বছর বাহান্নর কার্তিক সামন্ত ৷ আজ সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নদীর চরে কার্তিকবাবুর মৃতদেহ দেখতে পান । অন্যদিকে, দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে SSKM হাসপাতালে ৷

কার্তিক সামন্তর মৃতদেহ
author img

By

Published : Oct 3, 2019, 11:32 AM IST

Updated : Oct 3, 2019, 2:42 PM IST

মহিষাদল, 3 অক্টোবর : মহিষাদলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ৷ মৃতের নাম কার্তিক সামন্ত (52) ৷ আজ সকালে তাঁর মৃতদেহ রূপনারায়ণ নদীর অমৃতবেড়িয়া ঘাটের চর থেকে উদ্ধার করে পুলিশ ।

সোমবার মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে নৌকাডুবির ঘটনাটি ঘটে । ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে 38 জন যাত্রীকে উদ্ধার করা হয় । ঘটনার চারদিন কেটে গেলেও নিখোঁজ ছিলেন মায়াচরের বছর বাহান্নর কার্তিক সামন্ত ৷ আজ সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নদীর চরে কার্তিকবাবুর মৃতদেহ দেখতে পান । এরপরই খবর দেওয়া হয় মহিষাদল থানায় । মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় নৌকায় ছিলেন মোট 39 জন যাত্রী । তাঁদের মধ্যে 38 জন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল । একমাত্র নিখোঁজ ছিলেন কার্তিক সামন্ত । কার্তিকবাবু মায়াচর থেকে নৌকায় করে তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য যাচ্ছিলেন । গতকাল কার্তিকবাবুর পরিবারের তরফে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ।

দেখুন ভিডিয়োয়


মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কার্তিক সামন্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে ।

এদিকে, নৌকাডুবির ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হল কলকাতার SSKM হাসপাতালে ৷ মৃতের নাম স্বপন প্রধান (51) ৷ বাড়ি মায়াচরে ৷ নৌকাডুবির পর তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷

মহিষাদল, 3 অক্টোবর : মহিষাদলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ৷ মৃতের নাম কার্তিক সামন্ত (52) ৷ আজ সকালে তাঁর মৃতদেহ রূপনারায়ণ নদীর অমৃতবেড়িয়া ঘাটের চর থেকে উদ্ধার করে পুলিশ ।

সোমবার মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে নৌকাডুবির ঘটনাটি ঘটে । ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে 38 জন যাত্রীকে উদ্ধার করা হয় । ঘটনার চারদিন কেটে গেলেও নিখোঁজ ছিলেন মায়াচরের বছর বাহান্নর কার্তিক সামন্ত ৷ আজ সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নদীর চরে কার্তিকবাবুর মৃতদেহ দেখতে পান । এরপরই খবর দেওয়া হয় মহিষাদল থানায় । মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় নৌকায় ছিলেন মোট 39 জন যাত্রী । তাঁদের মধ্যে 38 জন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল । একমাত্র নিখোঁজ ছিলেন কার্তিক সামন্ত । কার্তিকবাবু মায়াচর থেকে নৌকায় করে তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য যাচ্ছিলেন । গতকাল কার্তিকবাবুর পরিবারের তরফে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ।

দেখুন ভিডিয়োয়


মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কার্তিক সামন্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে ।

এদিকে, নৌকাডুবির ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হল কলকাতার SSKM হাসপাতালে ৷ মৃতের নাম স্বপন প্রধান (51) ৷ বাড়ি মায়াচরে ৷ নৌকাডুবির পর তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷

Intro:মহিষাদল,৩ অক্টোবর:সোমবার মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে ঘটে নৌকা ডুবির । ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ৩৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনার চার দিন কেটে গেলেও নিখোঁজ ছিলেন মায়াচরের বছর বাহান্নর বাসিন্দা কার্তিক সামন্ত। আজ সকালে তাঁর মৃতদেহ রূপনারায়ন নদীর অমৃতবেড়িয়া ঘাটের চর থেকে উদ্ধার করে পুলিশ।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নদীর চরে কার্তিক বাবুর মৃতদেহ দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ ঘটনা স্থানে গিয়ে দেহ উদ্ধারে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে রূপনারানের নৌকাডুবির ঘটনায় নৌকায় ছিলেন মোট ৩৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ৩৮ জন যাত্রী কেই প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। একমাত্র নিখোঁজ ছিলেন কার্তিক সামন্ত। কার্তিক বাবু মায়াচর থেকে নৌকোয় করে তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসছিলেন। পথেই-ঘাটে নৌকা ডুবির ঘটনা। তার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকালই কার্তিক বাবুর পরিবারের তরফে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এদিন তাঁর দেহ রূপনারায়ণের চর থেকে উদ্ধার হয়।
Conclusion:মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কার্তিক সামন্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের লোক কে খবর দেওয়া হয়েছে।
Last Updated : Oct 3, 2019, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.