মহিষাদল, 3 অক্টোবর : মহিষাদলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল ৷ মৃতের নাম কার্তিক সামন্ত (52) ৷ আজ সকালে তাঁর মৃতদেহ রূপনারায়ণ নদীর অমৃতবেড়িয়া ঘাটের চর থেকে উদ্ধার করে পুলিশ ।
সোমবার মায়াচর থেকে মহিষাদলের দনিপুর আসার পথে নৌকাডুবির ঘটনাটি ঘটে । ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে 38 জন যাত্রীকে উদ্ধার করা হয় । ঘটনার চারদিন কেটে গেলেও নিখোঁজ ছিলেন মায়াচরের বছর বাহান্নর কার্তিক সামন্ত ৷ আজ সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় বাসিন্দারা নদীর চরে কার্তিকবাবুর মৃতদেহ দেখতে পান । এরপরই খবর দেওয়া হয় মহিষাদল থানায় । মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, রূপনারায়ণের নৌকাডুবির ঘটনায় নৌকায় ছিলেন মোট 39 জন যাত্রী । তাঁদের মধ্যে 38 জন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল । একমাত্র নিখোঁজ ছিলেন কার্তিক সামন্ত । কার্তিকবাবু মায়াচর থেকে নৌকায় করে তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য যাচ্ছিলেন । গতকাল কার্তিকবাবুর পরিবারের তরফে মহিষাদল থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ।
মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কার্তিক সামন্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে ।
এদিকে, নৌকাডুবির ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হল কলকাতার SSKM হাসপাতালে ৷ মৃতের নাম স্বপন প্রধান (51) ৷ বাড়ি মায়াচরে ৷ নৌকাডুবির পর তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷