ETV Bharat / state

পটাশপুরে পেট্রোল পাম্পে লুটপাট, বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত ১ - shoot out at petrol pump

পটাশপুরের মংলামাড়োর একটি পেট্রোল পাম্পে লুটপাট চালায় তিন দুষ্কৃতী । তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা রাজকুমার নামে এক ব্যক্তিকে গুলি করে বলে অভিযোগ । তমলুক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজকুমারকে মৃত বলে ঘোষণা করে ।

east midnapore shootout at petrol pump
মৃত রাজকুমার পড়িয়া
author img

By

Published : Feb 26, 2020, 5:38 AM IST

পটাশপুর, ২৬ ফেব্রুয়ারি : পেট্রোল পাম্পে লুটপাট চালাতে এসে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার মংলামাড়োর একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাজকুমার পড়িয়া (৩৫) । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

প্রতিদিনের মতো গতকাল সন্ধেয় মংলামাড়োর পেট্রোলপাম্পের পাশে দোকানে বসেছিলেন রাজকুমার । সেইসময় একটি বাইকে তিনজন পেট্রোল পাম্পে আসে । হঠাৎই বন্দুক বের করে পেট্রোল পাম্পে লুটপাট চালাতে থাকে। লুটপাট চালিয়ে পালানোর সময় ওই দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন পাশের একটি দোকানের কর্মচারী রাজকুমার ।

অভিযোগ, বাধা পেয়ে দুষ্কৃতীরা রাজকুমারকে লক্ষ্য করে গুলি চালায় । তাঁর বুকের বাঁদিকে গুলি লাগে । জখম অবস্থায় তাঁকে দ্রুত পটাশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজকুমারকে মৃত ঘোষণা করেন ।

ঘটনার পর স্থানীয় মানুষের তৎপরতায় এক দুষ্কৃতী ধরা পড়ে । তাকে পটাশপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ । পেট্রোল পাম্পের CCTV ফুটেজ খতিয়ে দেখে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

এদিকে ভাইয়ের প্রতি সুবিচার দাবি করেছেন মৃত রাজকুমারের দাদা আশিস পড়িয়া ।

পটাশপুর, ২৬ ফেব্রুয়ারি : পেট্রোল পাম্পে লুটপাট চালাতে এসে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার মংলামাড়োর একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাজকুমার পড়িয়া (৩৫) । ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

প্রতিদিনের মতো গতকাল সন্ধেয় মংলামাড়োর পেট্রোলপাম্পের পাশে দোকানে বসেছিলেন রাজকুমার । সেইসময় একটি বাইকে তিনজন পেট্রোল পাম্পে আসে । হঠাৎই বন্দুক বের করে পেট্রোল পাম্পে লুটপাট চালাতে থাকে। লুটপাট চালিয়ে পালানোর সময় ওই দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন পাশের একটি দোকানের কর্মচারী রাজকুমার ।

অভিযোগ, বাধা পেয়ে দুষ্কৃতীরা রাজকুমারকে লক্ষ্য করে গুলি চালায় । তাঁর বুকের বাঁদিকে গুলি লাগে । জখম অবস্থায় তাঁকে দ্রুত পটাশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজকুমারকে মৃত ঘোষণা করেন ।

ঘটনার পর স্থানীয় মানুষের তৎপরতায় এক দুষ্কৃতী ধরা পড়ে । তাকে পটাশপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ধৃতের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ । পেট্রোল পাম্পের CCTV ফুটেজ খতিয়ে দেখে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

এদিকে ভাইয়ের প্রতি সুবিচার দাবি করেছেন মৃত রাজকুমারের দাদা আশিস পড়িয়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.