কাঁথি, 29 জুলাই : শারীরিক অসুস্থতা নিয়ে ওড়িশায় চিকিৎসা করাতে গিয়েছিলেন কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ভবতোষ বেরা ৷ সেখানেই শুক্রবার তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তারপর থেকে ওড়িশার কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর ৷ আজ দুপুরে জানা যায়, মারা গিয়েছেন তিনি ৷ তবে কোরোনার জেরে মৃত্যু কিনা তা এখনও জানা যায়নি ৷ 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত কাঁথি পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি ৷
কাঁথি পৌরসভার (প্রাক্তন) পৌরপিতা সৌমেন্দু অধিকারী জানান, " সাত থেকে আটদিন আগে শারীরিক সমস্যা নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে কলিঙ্গ হাসপাতালে ভরতি হয়েছিলেন ভবতোষ বেরা ৷ সেখানেই কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পড়েন। এরপরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর একটা নাগাদ তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ।
প্রসঙ্গত, গত 28 তারিখ কাঁথির চৌরঙ্গি মোড়ের এক জেরক্স ব্যবসায়ীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে ৷ পাঁশকুড়ার বড়মা হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।গত 24 ঘণ্টায় নতুন করে 43 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব মেদিনীপুরে ৷ এনিয়ে সেখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1462 ৷ মৃত্যু হয়েছে 14 জনের ৷ সুস্থ হয়েছে 1085 ৷