ETV Bharat / state

100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ, ঘেরাও পঞ্চায়েত অফিস - Medinipur

পূর্ব মেদিনীপুরের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ ও আবাসন প্রকল্পে 1 কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিস দখল করল স্থানীয়রা ।

ঘেরাও পঞ্চায়েত অফিস
author img

By

Published : Jul 14, 2019, 5:30 PM IST

মেদিনীপুর, 14 জুলাই : 100 দিনের কাজ ও আবাসন প্রকল্পে 1 কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা । ঘটনায় এলাকাবাসীরা গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁথি থানার পুলিশ । পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও স্থানীয়রা জানান, "আগামী সোমবারের মধ্যে কোনও ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে বসব ।"

স্থানীয় বাসিন্দা শিব শঙ্কর বেরা বলেন, "2014 সাল থেকে আমরা 100 দিনের কাজ ও আবাসন প্রকল্পের টাকা পাচ্ছি না । টাকা অন্যত্র পাঠানো হচ্ছে । আমতলিয়া গ্রামের প্রধান বঙ্কিম সাউ এইসব টাকা তছরুপ করছেন । আমরা চাই আমাদের টাকা যারা তছরুপ করেছে, তাদের কঠিন শাস্তি হোক ।"

এলাকার দায়িত্বে থাকা ডেটা অপারেটর সঞ্জীব বেরার কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ করেন । এর পাল্টা গ্রামবাসীরা পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন ।

স্থানীয় তৃণমূল নেতা পুলিন বিহারী নায়েক বলেন, ''আমতলিয়ায় VLE-র ব্যাপারে DM-এর কাছে অভিযোগ জমা পড়েছে । সেই অভিযোগ BDO-র কাছেও জমা পড়েছে । তার তদন্ত করা হচ্ছে । টাকা তছরুপের ব্যাপারে অভিযোগ তদন্ত সাপেক্ষ । ''

মেদিনীপুর, 14 জুলাই : 100 দিনের কাজ ও আবাসন প্রকল্পে 1 কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 2 নম্বর ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা । ঘটনায় এলাকাবাসীরা গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে রাখেন । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাঁথি থানার পুলিশ । পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও স্থানীয়রা জানান, "আগামী সোমবারের মধ্যে কোনও ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে বসব ।"

স্থানীয় বাসিন্দা শিব শঙ্কর বেরা বলেন, "2014 সাল থেকে আমরা 100 দিনের কাজ ও আবাসন প্রকল্পের টাকা পাচ্ছি না । টাকা অন্যত্র পাঠানো হচ্ছে । আমতলিয়া গ্রামের প্রধান বঙ্কিম সাউ এইসব টাকা তছরুপ করছেন । আমরা চাই আমাদের টাকা যারা তছরুপ করেছে, তাদের কঠিন শাস্তি হোক ।"

এলাকার দায়িত্বে থাকা ডেটা অপারেটর সঞ্জীব বেরার কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ করেন । এর পাল্টা গ্রামবাসীরা পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেন ।

স্থানীয় তৃণমূল নেতা পুলিন বিহারী নায়েক বলেন, ''আমতলিয়ায় VLE-র ব্যাপারে DM-এর কাছে অভিযোগ জমা পড়েছে । সেই অভিযোগ BDO-র কাছেও জমা পড়েছে । তার তদন্ত করা হচ্ছে । টাকা তছরুপের ব্যাপারে অভিযোগ তদন্ত সাপেক্ষ । ''

New Delhi, July 14 (ANI): Lok Sabha Speaker Om Birla, BJP MPs Hans Raj Hans and Manoj Tiwari along with Union Minister Ramesh Pokhriyal 'Nishank' took part in 'Swachhta Abhiyan' in Parliament on Sunday. A two-day long special cleanliness drive was organised in the Parliament House Estate. Addressing the dignitaries, Birla said the commencement of the 'Swachhta Abhiyan' in the Parliament House Estate is an endeavour to spread the message of 'Swachhata' envisioned by Mahatma Gandhi.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.