কাঁথি, 12 জুন : পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বরখাস্ত হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল কাঁথি থানায় (Complain filed in Contai Police Station against Nupur Sharma) ৷ অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল । শনিবার রাতে কাঁথি থানায় গিয়ে তিনি এই অভিযোগ দায়ের করেন ৷
আরও পড়ুন : অশান্তির জের, বেলডাঙা থানার আইসি বদল
ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদ করে আবু সোহেল প্রশ্ন তুলেছেন, নূপুর শর্মাকে কেন এখনও গ্রেফতার করা হল না, তা নিয়ে ৷ এই অভিযোগের প্রতিলিপি দেশের স্বরাষ্ট্র দফতর, দিল্লির পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি-সহ জেলা পুলিশ সুপারকে পাঠানো হয়েছে ।
সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ করে এমন বক্তব্য পেশের পরেও নূপুরের বিরুদ্ধে কড়া পুলিশি পদক্ষেপ না হওয়ার বিষয়টি মানতে পারছেন না এই অভিযোগকারী ৷ এই অভিযোগের ভিত্তিতে নূপুরকে গ্রেফতার করা না হলে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন আবু সোহেল নামে ওই আইনজীবী ৷