ETV Bharat / state

হলদিয়ায় BMS-এর জেলা সম্মেলনে বাধা, অভিযুক্ত তৃণমূল

BMS-এর জেলা সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

সম্মেলন
author img

By

Published : Jun 10, 2019, 11:51 PM IST

Updated : Jun 10, 2019, 11:57 PM IST

হলদিয়া, 10 জুন : ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর জেলা সম্মেলন বানচাল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ সকাল ১০টা নাগাদ হলদিয়ার এক প্রেক্ষাগৃহে সম্মেলন শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, তৃণমূলের কর্মীদের হুমকি ও দলীয় কর্মীদের মারধরের কারণে তা শুরু করা যায়নি বলে অভিযোগ । পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । তাই এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন BMS-এর নেতাকর্মীরা ।

স্থানীয় সূত্রে খবর, BMS-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে হলদিয়া টাউনশিপের BC ঘোষ প্রেক্ষাগৃহে শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সংগঠনের পক্ষ থেকে এর জন্য আগে থেকেই পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল । সকাল ১০টার সময় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তৃণমূল কর্মীদের তাণ্ডবের ফলে তা শুরু করা যায়নি বলে অভিযোগ । সকাল 10টা নাগাদ তৃণমূল কর্মীরা BMS-এর দলীয় ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে দেয় । এছাড়াও, সম্মেলনে আসার সময় BMS কর্মীদের পথ আটকায় । BMS কর্মীদের মারধরও করে । সম্মেলনে যোগদান করলে হলদিয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

BMS-এর জেলা সম্মেলন দেখুন ভিডিয়ো

BJP-র শ্রমিক সংগঠনের নেতৃত্বদের দাবি, "হলদিয়া শিল্পাঞ্চলের দিনের পর দিন শ্রমিকদের শোষণ করছে তৃণমূল নেতারা । তাই আজ তৃণমূল ছেড়ে প্রায় হাজার খানেক শ্রমিকের ভারতীয় মজদুর সংঘে যোগদান করার কথা ছিল । তাই তৃণমূল ভয় পেয়ে একাজ করেছে ।" যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন, "হলদিয়া শিল্পাঞ্চলের কয়েক হাজার শ্রমিকের আজ আমাদের সংগঠনে যোগদান করার কথা ছিল । হলদিয়ার শ্রমিকরা কাজ করেও উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না । এর প্রতিবাদে বঞ্চিত শ্রমিকরা সম্মেলনের মাধ্যমে আমাদের দলে যোগদান করতে আসছিল । তাই তৃণমূলের গুন্ডাবাহিনী এই কাজ করেছে ।"

অপরদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পূর্ব মেদিনীপুর জেলার কার্যকারী সভাপতি শিবনাথ সরকার বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । হলদিয়ার শিল্পাঞ্চলে ওদের কোনও রেজিস্টার্ড ইউনিয়ন নেই । হলদিয়া শিল্পাঞ্চলের সমস্ত শ্রমিক আমাদের সঙ্গেই রয়েছে । সম্মেলন করার জন্য লোক জোগাড় করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে ।"

হলদিয়া, 10 জুন : ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর জেলা সম্মেলন বানচাল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আজ সকাল ১০টা নাগাদ হলদিয়ার এক প্রেক্ষাগৃহে সম্মেলন শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, তৃণমূলের কর্মীদের হুমকি ও দলীয় কর্মীদের মারধরের কারণে তা শুরু করা যায়নি বলে অভিযোগ । পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি । তাই এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন BMS-এর নেতাকর্মীরা ।

স্থানীয় সূত্রে খবর, BMS-এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে হলদিয়া টাউনশিপের BC ঘোষ প্রেক্ষাগৃহে শ্রমিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল । সংগঠনের পক্ষ থেকে এর জন্য আগে থেকেই পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল । সকাল ১০টার সময় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তৃণমূল কর্মীদের তাণ্ডবের ফলে তা শুরু করা যায়নি বলে অভিযোগ । সকাল 10টা নাগাদ তৃণমূল কর্মীরা BMS-এর দলীয় ফ্ল্যাগ ও ফেস্টুন ছিঁড়ে দেয় । এছাড়াও, সম্মেলনে আসার সময় BMS কর্মীদের পথ আটকায় । BMS কর্মীদের মারধরও করে । সম্মেলনে যোগদান করলে হলদিয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ।

BMS-এর জেলা সম্মেলন দেখুন ভিডিয়ো

BJP-র শ্রমিক সংগঠনের নেতৃত্বদের দাবি, "হলদিয়া শিল্পাঞ্চলের দিনের পর দিন শ্রমিকদের শোষণ করছে তৃণমূল নেতারা । তাই আজ তৃণমূল ছেড়ে প্রায় হাজার খানেক শ্রমিকের ভারতীয় মজদুর সংঘে যোগদান করার কথা ছিল । তাই তৃণমূল ভয় পেয়ে একাজ করেছে ।" যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন, "হলদিয়া শিল্পাঞ্চলের কয়েক হাজার শ্রমিকের আজ আমাদের সংগঠনে যোগদান করার কথা ছিল । হলদিয়ার শ্রমিকরা কাজ করেও উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না । এর প্রতিবাদে বঞ্চিত শ্রমিকরা সম্মেলনের মাধ্যমে আমাদের দলে যোগদান করতে আসছিল । তাই তৃণমূলের গুন্ডাবাহিনী এই কাজ করেছে ।"

অপরদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র পূর্ব মেদিনীপুর জেলার কার্যকারী সভাপতি শিবনাথ সরকার বলেন, "তৃণমূলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । হলদিয়ার শিল্পাঞ্চলে ওদের কোনও রেজিস্টার্ড ইউনিয়ন নেই । হলদিয়া শিল্পাঞ্চলের সমস্ত শ্রমিক আমাদের সঙ্গেই রয়েছে । সম্মেলন করার জন্য লোক জোগাড় করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে ।"

sample description
Last Updated : Jun 10, 2019, 11:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.