ETV Bharat / state

Mamata Egra Visit: 'চোখ খুলে গিয়েছে, মাথা নত করে ক্ষমা চাইছি', খাদিকুলের মঞ্চে মন্তব্য মমতার - Mamata Egra Visit Latest News

16 মে সকালে পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ তারপর আজ সেখানে গিয়ে মৃতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র ও আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি ঘটনার জন্য ক্ষমাও চাইলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 27, 2023, 11:50 AM IST

Updated : May 27, 2023, 2:08 PM IST

এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এগরা, 27 মে: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সময়মতো খাদিকুলে বাজি বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন ৷ আর এর পাশাপাশি মঞ্চ থেকে বললেন, "আমি এই ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি" ৷ শনিবার সকালে কলকাতা থেকে তিনি হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে পৌঁছন ৷

তাঁর জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন বাজি বিস্ফোরণে মৃতদের পরিবার-পরিজন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এসে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার পরপরই 9 জনের প্রাণ গিয়েছিল । পরে আরও বাড়ে মৃতের সংখ্যা ।

তবে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় সরকার সচেতন হয়েছে ৷ এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি ৷ আগামী দু'মাসের মধ্যে রিপোর্ট আসবে ৷" বেআইনি বাজি কারখানায় বহু দুঃস্থ পরিবারের মানুষ চাকরি করেন ৷ তাই কারখানাগুলি বন্ধ হলে তাঁরা চাকরি হারাবেন ৷ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাজি কারখানায় আতশবাজি তৈরিতে অনেক গরিব মানুষ চাকরি করেন ৷ তাঁদের চাকরি যাতে নষ্ট না হয়, সেটা সরকার দেখবে ৷ তিনি বলেন, "এইসব মানুষদের জীবন যাতে নষ্ট না-হয়, তাই একটা পরিকল্পনা নিচ্ছি ৷"

CM Mamata Banerjee in Egra
এগরার খাদিকুলে বাজি কারখানার বিস্ফোরণে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও জানান, এগরার খাদিকুলের বিস্ফোরণস্থলটি একেবারে বাংলা-ওড়িশার সীমানায় অবস্থিত ৷ বেআইনি বাজি কারখানাগুলি নিয়ে সরকার বাজি তৈরির কারখানার ক্লাস্টার করবে ৷ তবে ফায়ার ক্র্যাকার অর্থাৎ প্রাণঘাতী আতশবাজি নয়, সবুজ পরিবেশবান্ধব বাজি তৈরির কারখানার জন্য ক্লাস্টার গড়ার উদ্যোগ নেবে পশ্চিমবঙ্গ সরকার ৷ এটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হবে ৷

এদিন এগারায় আসার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি একটাই কারণে এসেছি ৷ আমার উদ্দেশ্য মানবিক ৷ মানুষ চলে গেলে তার পরিবার দুর্দশার মুখোমুখি হয় ৷ বাম-কংগ্রেস-বিজেপির নাম না-নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "এ নিয়ে অনেকে অনেক রাজনীতি করেছে ৷ আমি রাজনীতি করতে এখানে আসিনি ৷ মৃতদের পরিবারদের আড়াই লক্ষ টাকার চেক দেওয়া হবে ৷ পাশাপাশি পরিবারের একজন সদস্য হোমগার্ডের চাকরি পাবেন ৷ এটা আমি নিয়ে এসেছি এবং আপনাদের দিচ্ছি ৷"

এরপর মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক এবং একজন সদস্যকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ এগরার খাদিকুলের এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী অখিল গিরি, তৃণমূল বিধায়ক তরুণ মাইতি, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি থেকে শুরু করে অন্যরা ৷

আরও পড়ুন: বেআইনি বাজি বিক্রির ফলেই একাধিক বিস্ফোরণ রাজ্যে, দাবি বাজি বিক্রেতা সংগঠনের কর্তার

সারা বাংলায় বিদ্যুতে তড়িদাহত বহু মানুষের মৃত্যু হয় ৷ তাঁদের পরিবারের হাতেও 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ আগামিকাল 28 মে থেকে মুখ্যসচিব, জেলাশাসক, মন্ত্রীদের এই কাজটি করার বার্তা দেন তিনি ৷

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, এই বেআইনি বাজি কারখানার মালিকেরও মৃত্যু হয়েছে ৷ তিনি 70 শতাংশ পুড়ে যান৷ সেই অবস্থাতেই ওড়িশার কটকে পালিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাদের পরিবারের দু'জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৷ বেআইনি বাজি কারখানার মালিক কটকের একটি হাসপাতালে নাম বদল করে সেখানে পৌঁছে গিয়েছিল ৷" ভানু বাগের সম্পর্কে তিনি জানান, তাঁকেও গ্রেফতার করেছিল পুলিশ ৷ কিন্তু তিনি কিছু বলার আগেই তাঁর মৃত্যু হয় ৷

এদিন তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বার্তা দেন, কোনও বেআইনি বাজি কারখানায় আতশবাজি তৈরি হলে সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করতে হবে ৷ ওসি যদি খবর পেয়ে কোনও পদক্ষেপ না করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দাওয়াই, "তাহলে আমার উপর ছেড়ে দেবেন ৷ আমি ওসিকে দু'দিকে বদল করে দেব ৷ এখানকার ওসিকেও আমরা স্থানান্তরিত করেছি৷ নতুন ওসি এসেছেন ৷ কারণ, তাঁকে বলা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি ৷" মুখ্যমন্ত্রী স্বীকার করে নেন, ঠিক সময়ে গোয়েন্দা দফতর কাজ করলে এই দুর্ঘটনা ঘটত না ৷

আরও পড়ুন: এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি

প্রতিবেশী ঝাড়খণ্ড থেকে বাংলায় অস্ত্র আসার কথাও তোলেন মমতা ৷ তিনি জানান, এখান থেকে আতশবাজি বানিয়ে তা ওড়িশায় পাঠানো হয় ৷ পুলিশমন্ত্রী এদিন বাংলার সীমানাগুলি সিল করার নির্দেশ দেন৷ আজই চাকরির নিয়োগপত্র পাওয়া হোমগার্ডদের বাংলার সীমানা এলাকায় নজরদারির জন্য মোতায়েনের নির্দেশ দেন তিনি ৷ এর ফলে হোমগার্ডেরা এলাকাগুলিতে লক্ষ রাখতে পারবেন ৷ সেখানে কাজের দায়িত্বে হোমগার্ডদের নিয়োগ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে তাঁরা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে জানান তিনি ৷

এগরার খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এগরা, 27 মে: কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সময়মতো খাদিকুলে বাজি বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন ৷ আর এর পাশাপাশি মঞ্চ থেকে বললেন, "আমি এই ঘটনার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি" ৷ শনিবার সকালে কলকাতা থেকে তিনি হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে পৌঁছন ৷

তাঁর জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন বাজি বিস্ফোরণে মৃতদের পরিবার-পরিজন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এসে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনার পরপরই 9 জনের প্রাণ গিয়েছিল । পরে আরও বাড়ে মৃতের সংখ্যা ।

তবে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় সরকার সচেতন হয়েছে ৷ এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি ৷ আগামী দু'মাসের মধ্যে রিপোর্ট আসবে ৷" বেআইনি বাজি কারখানায় বহু দুঃস্থ পরিবারের মানুষ চাকরি করেন ৷ তাই কারখানাগুলি বন্ধ হলে তাঁরা চাকরি হারাবেন ৷ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাজি কারখানায় আতশবাজি তৈরিতে অনেক গরিব মানুষ চাকরি করেন ৷ তাঁদের চাকরি যাতে নষ্ট না হয়, সেটা সরকার দেখবে ৷ তিনি বলেন, "এইসব মানুষদের জীবন যাতে নষ্ট না-হয়, তাই একটা পরিকল্পনা নিচ্ছি ৷"

CM Mamata Banerjee in Egra
এগরার খাদিকুলে বাজি কারখানার বিস্ফোরণে মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও জানান, এগরার খাদিকুলের বিস্ফোরণস্থলটি একেবারে বাংলা-ওড়িশার সীমানায় অবস্থিত ৷ বেআইনি বাজি কারখানাগুলি নিয়ে সরকার বাজি তৈরির কারখানার ক্লাস্টার করবে ৷ তবে ফায়ার ক্র্যাকার অর্থাৎ প্রাণঘাতী আতশবাজি নয়, সবুজ পরিবেশবান্ধব বাজি তৈরির কারখানার জন্য ক্লাস্টার গড়ার উদ্যোগ নেবে পশ্চিমবঙ্গ সরকার ৷ এটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হবে ৷

এদিন এগারায় আসার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি একটাই কারণে এসেছি ৷ আমার উদ্দেশ্য মানবিক ৷ মানুষ চলে গেলে তার পরিবার দুর্দশার মুখোমুখি হয় ৷ বাম-কংগ্রেস-বিজেপির নাম না-নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "এ নিয়ে অনেকে অনেক রাজনীতি করেছে ৷ আমি রাজনীতি করতে এখানে আসিনি ৷ মৃতদের পরিবারদের আড়াই লক্ষ টাকার চেক দেওয়া হবে ৷ পাশাপাশি পরিবারের একজন সদস্য হোমগার্ডের চাকরি পাবেন ৷ এটা আমি নিয়ে এসেছি এবং আপনাদের দিচ্ছি ৷"

এরপর মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক এবং একজন সদস্যকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় ৷ এগরার খাদিকুলের এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী অখিল গিরি, তৃণমূল বিধায়ক তরুণ মাইতি, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি থেকে শুরু করে অন্যরা ৷

আরও পড়ুন: বেআইনি বাজি বিক্রির ফলেই একাধিক বিস্ফোরণ রাজ্যে, দাবি বাজি বিক্রেতা সংগঠনের কর্তার

সারা বাংলায় বিদ্যুতে তড়িদাহত বহু মানুষের মৃত্যু হয় ৷ তাঁদের পরিবারের হাতেও 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ আগামিকাল 28 মে থেকে মুখ্যসচিব, জেলাশাসক, মন্ত্রীদের এই কাজটি করার বার্তা দেন তিনি ৷

মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, এই বেআইনি বাজি কারখানার মালিকেরও মৃত্যু হয়েছে ৷ তিনি 70 শতাংশ পুড়ে যান৷ সেই অবস্থাতেই ওড়িশার কটকে পালিয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তাদের পরিবারের দু'জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৷ বেআইনি বাজি কারখানার মালিক কটকের একটি হাসপাতালে নাম বদল করে সেখানে পৌঁছে গিয়েছিল ৷" ভানু বাগের সম্পর্কে তিনি জানান, তাঁকেও গ্রেফতার করেছিল পুলিশ ৷ কিন্তু তিনি কিছু বলার আগেই তাঁর মৃত্যু হয় ৷

এদিন তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বার্তা দেন, কোনও বেআইনি বাজি কারখানায় আতশবাজি তৈরি হলে সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করতে হবে ৷ ওসি যদি খবর পেয়ে কোনও পদক্ষেপ না করেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দাওয়াই, "তাহলে আমার উপর ছেড়ে দেবেন ৷ আমি ওসিকে দু'দিকে বদল করে দেব ৷ এখানকার ওসিকেও আমরা স্থানান্তরিত করেছি৷ নতুন ওসি এসেছেন ৷ কারণ, তাঁকে বলা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি ৷" মুখ্যমন্ত্রী স্বীকার করে নেন, ঠিক সময়ে গোয়েন্দা দফতর কাজ করলে এই দুর্ঘটনা ঘটত না ৷

আরও পড়ুন: এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের স্ত্রীকে গ্রেফতার করল সিআইডি

প্রতিবেশী ঝাড়খণ্ড থেকে বাংলায় অস্ত্র আসার কথাও তোলেন মমতা ৷ তিনি জানান, এখান থেকে আতশবাজি বানিয়ে তা ওড়িশায় পাঠানো হয় ৷ পুলিশমন্ত্রী এদিন বাংলার সীমানাগুলি সিল করার নির্দেশ দেন৷ আজই চাকরির নিয়োগপত্র পাওয়া হোমগার্ডদের বাংলার সীমানা এলাকায় নজরদারির জন্য মোতায়েনের নির্দেশ দেন তিনি ৷ এর ফলে হোমগার্ডেরা এলাকাগুলিতে লক্ষ রাখতে পারবেন ৷ সেখানে কাজের দায়িত্বে হোমগার্ডদের নিয়োগ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এলাকায় কোনও দুর্ঘটনা ঘটলে তাঁরা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে জানান তিনি ৷

Last Updated : May 27, 2023, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.