ETV Bharat / state

ট্রলারের ধাক্কায় নিহত সিভিক ভলান্টিয়ার - তমলুক থানার কাকগেছিয়া এলাকায় 41 নম্বর জাতীয় সড়ক

মৃত ভলান্টিয়ারের নাম সনাতন পাল ৷ বয়স প্রায় 30 বছর । বাড়ি তমলুক থানার চকগাড়ুপাতা এলাকায় ৷ আজ জাতীয় সড়কে ডিউটি করছিলেন সনাতন পাল ৷ সেই সময় মেচেদার দিক থেকে আসা একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে সনাতনকে ধাক্কা মারে ৷

নিহত সিভিক ভলান্টিয়ার
নিহত সিভিক ভলান্টিয়ার
author img

By

Published : Apr 5, 2021, 10:33 PM IST

তমলুক, 5 এপ্রিল : সিভিক ভলান্টিয়ারকে ট্রলারের ধাক্কা ৷ প্রাণ হারালেন ওই সিভিক ভলান্টিয়ার ৷ ঘটনাটি ঘটেছে তমলুক থানার কাকগেছিয়া এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে ৷

মৃত ভলান্টিয়ারের নাম সনাতন পাল ৷ বয়স প্রায় 30 বছর । বাড়ি তমলুক থানার চকগাড়ুপাতা এলাকায় ৷ আজ জাতীয় সড়কে ডিউটি করছিলেন সনাতন পাল ৷ সেই সময় মেচেদার দিক থেকে আসা একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে থাকা সিভিক ভলান্টিয়ার সনাতনকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : বাড়ছে করোনা, কলকাতায় ফের সেফহোম তৈরির পরিকল্পনা

ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ । যদিও গাড়ির চালক প্রথমে পালানোর চেষ্টা করেন ৷ কিন্তু এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলে ৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আই সি ।

তমলুক, 5 এপ্রিল : সিভিক ভলান্টিয়ারকে ট্রলারের ধাক্কা ৷ প্রাণ হারালেন ওই সিভিক ভলান্টিয়ার ৷ ঘটনাটি ঘটেছে তমলুক থানার কাকগেছিয়া এলাকায় 41 নম্বর জাতীয় সড়কে ৷

মৃত ভলান্টিয়ারের নাম সনাতন পাল ৷ বয়স প্রায় 30 বছর । বাড়ি তমলুক থানার চকগাড়ুপাতা এলাকায় ৷ আজ জাতীয় সড়কে ডিউটি করছিলেন সনাতন পাল ৷ সেই সময় মেচেদার দিক থেকে আসা একটি ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকে থাকা সিভিক ভলান্টিয়ার সনাতনকে ধাক্কা মারে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : বাড়ছে করোনা, কলকাতায় ফের সেফহোম তৈরির পরিকল্পনা

ঘাতক গাড়িটিকে আটক করেছে তমলুক থানার পুলিশ । যদিও গাড়ির চালক প্রথমে পালানোর চেষ্টা করেন ৷ কিন্তু এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলে ৷ ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিকের আধিকারিক ও তমলুক থানার আই সি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.