ETV Bharat / state

Panchayat Elections 2023: নবান্নের 14 তলার বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত, নন্দীগ্রামে দাবি শুভেন্দুর

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেই তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামে প্রচার সভা থেকে কী কী বললেন বিধানসভার বিরোধী দলনেতা ?

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 22, 2023, 7:57 AM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

নন্দীগ্রাম, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হয়েছে । বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পদযাত্রা দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন তিনি ৷ পদযাত্রা শেষে জানকীনাথ মন্দির সংলগ্ন এলাকায় সভা করেন শুভেন্দু । সেখান থেকেই তাঁর দাবি পঞ্চায়েত নির্বাচনে কী কী জালিয়াতি হয়েছে তা জানতে নবান্নের 14 তলার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা দরকার।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা । নন্দীগ্রামের 17টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে সাফ করার কথা আগেই বলেছেন শুভেন্দু । পালটা শাসকদলও পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে । এবারে নন্দীগ্রামে বিজেপিকে খাতা খুলতে দেবে না বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

এদিন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশন রাজীবা সিনহা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য ৷ কমিশনকে হাতে রাখার জন্যই মুখ্যমন্ত্রী রাজীবার নাম সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশনার হিসেবে ৷ নির্বাচন কমিশন থেকে কোনও কাজ হচ্ছে না । সব কাজ হচ্ছে নবান্নের 14 তলা থেকে । বিরোধীদলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে । এসপি ডায়মন্ড হারবার ও এসপি পুরুলিয়া মাঝরাতে গিয়ে নমিনেশন উইথ ড্র করিয়েছে বলে আমি খবর পেয়েছি।"

আরও পড়ুন : টাকা নিয়ে টিকিট বণ্টনের অভিযোগে হাতাহাতি নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কার্যালয়ে

বিরোধী দলনতার আরও অভিযোগ, তিন আধিকারিক গৌতম সান্যাল, সোমেন বন্দ্যোপাধ্যায় আর সঞ্জয় বনশল তিনজন মিলে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্বাচন কমিশনের পঞ্চত্বপ্রাপ্তি ঘটিয়েছেন । তাঁর কথায়, "আমি মনে করি সিবিআই করা উচিত নবান্নের 14 তলার বিরুদ্ধে । নবান্নের 14 তলায় যে ল্যান্ডফোনটা আছে সেই ফোনের কল ডিটেলস নিয়ে এই ক'দিনের মধ্যে ডিএম এসপি সঙ্গে সৌমেন বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন সেটা জানা দরকার । এদের মোবাইল ফোন নিয়ে কী কী মেসেজ করেছেন এগুলো দেখা দরকার । সব তথ্য আমাদের কাছে আছে ।"

শুভেন্দু অধিকারীর বক্তব্য

নন্দীগ্রাম, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হয়েছে । বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে পদযাত্রা দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন টেঙ্গুয়া মোড় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন তিনি ৷ পদযাত্রা শেষে জানকীনাথ মন্দির সংলগ্ন এলাকায় সভা করেন শুভেন্দু । সেখান থেকেই তাঁর দাবি পঞ্চায়েত নির্বাচনে কী কী জালিয়াতি হয়েছে তা জানতে নবান্নের 14 তলার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা দরকার।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিরোধী দলনেতা । নন্দীগ্রামের 17টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে সাফ করার কথা আগেই বলেছেন শুভেন্দু । পালটা শাসকদলও পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে । এবারে নন্দীগ্রামে বিজেপিকে খাতা খুলতে দেবে না বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

এদিন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু বলেন, "নির্বাচন কমিশন রাজীবা সিনহা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য ৷ কমিশনকে হাতে রাখার জন্যই মুখ্যমন্ত্রী রাজীবার নাম সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশনার হিসেবে ৷ নির্বাচন কমিশন থেকে কোনও কাজ হচ্ছে না । সব কাজ হচ্ছে নবান্নের 14 তলা থেকে । বিরোধীদলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে । এসপি ডায়মন্ড হারবার ও এসপি পুরুলিয়া মাঝরাতে গিয়ে নমিনেশন উইথ ড্র করিয়েছে বলে আমি খবর পেয়েছি।"

আরও পড়ুন : টাকা নিয়ে টিকিট বণ্টনের অভিযোগে হাতাহাতি নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কার্যালয়ে

বিরোধী দলনতার আরও অভিযোগ, তিন আধিকারিক গৌতম সান্যাল, সোমেন বন্দ্যোপাধ্যায় আর সঞ্জয় বনশল তিনজন মিলে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্বাচন কমিশনের পঞ্চত্বপ্রাপ্তি ঘটিয়েছেন । তাঁর কথায়, "আমি মনে করি সিবিআই করা উচিত নবান্নের 14 তলার বিরুদ্ধে । নবান্নের 14 তলায় যে ল্যান্ডফোনটা আছে সেই ফোনের কল ডিটেলস নিয়ে এই ক'দিনের মধ্যে ডিএম এসপি সঙ্গে সৌমেন বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন সেটা জানা দরকার । এদের মোবাইল ফোন নিয়ে কী কী মেসেজ করেছেন এগুলো দেখা দরকার । সব তথ্য আমাদের কাছে আছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.