কাঁথি, 11 নভেম্বর : কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে আদালতে মামলা করলেন অধিকারীরা ৷ গতকাল অর্থাৎ 10 নভেম্বর নন্দীগ্রামে 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষে ভূমি উচ্ছেদ কমিটির উদ্যোগে রাজ্যের শাসকদল শহিদ স্মরণে একটি সভার আয়োজন করে ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, জয়া দত্ত, অখিল গিরি-সহ এক ঝাঁক রাজ্যের প্রথম সারির নেতা-নেত্রী । অভিযোগ, ওই মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ তাঁর পরিবারের উদ্দেশ্যে কটূক্তি করে মন্তব্য করেন কুণাল ঘোষ ৷ তার ভিত্তিতেই কুণালের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন শুভেন্দু এবং তাঁর পরিবার ৷ তবে মামলার বিষয়টি পাত্তা দিচ্ছেন না কুণাল ৷
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভেন্দুদের মীরজাফর, গাদ্দার-সহ একাধিক শব্দবাণে কটূক্তি শানান । তারই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি মহকুমা আদালতে কুণালে বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করলেন । তবে এনিয়ে বিশেষ প্রতিক্রিয়া দেননি সৌমেন্দু ৷ বলেন, "কুণাল ঘোষ কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছি । আর বেশি কিছু বলব না, যা বলার আমার আইনজীবী বলবেন ।"
সৌমেন্দুর তরফের আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, "গতকাল বুধবার নন্দীগ্রামের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন । তিনি এই সভা থেকে গদ্দার, মীরজাফর-সহ একাধিক কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন । সেই কারণে সৌমেন্দু অধিকারী ও তাঁর পরিবারের সদস্যদের সম্মানহানি হয়েছে । 500 আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে ।" কাঁথি আদালতে এসিজেএম বিচারক শিবম মিশ্রের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । কেস ফাইল করাও হয়ে গিয়েছে ।
তবে মামলা দায়ের হওয়ার বিষয়টি পাত্তা দিতে চাইছেন না কুণাল ৷ ফোনে তাঁর প্রতিক্রিয়ায় ইটিভি ভারতকে তৃণমূলের মুখপাত্র বলেন, "আমি এখনও পর্যন্ত কিছু জানি না । তবে আমি গতকাল যা বলেছি, ঠিক বলেছি । ওরা সব পদ তো তৃণমূল কংগ্রেস থেকেই পেয়েছে ।"
আরও পড়ুন : Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের