ETV Bharat / state

Care Free Shole of Haldia Researcher : জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকে মুহ্যমান হলদিয়ার গবেষক

author img

By

Published : Dec 10, 2021, 2:41 PM IST

বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকে মুহ্যমান হলদিয়ার গবেষক অনির্বাণ দাস ৷ কয়েক মাস আগেই সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে অনিশ্চয়তার মুখে তাঁর গবেষণা 'কেয়ার ফ্রি সোল' (Care Free Shole of Researcher Anirban Das in uncertainty) ৷

Researcher Anirban Das
গবেষক অনির্বাণ দাস

হলদিয়া, 10 ডিসেম্বর : মাত্র পাঁচ মাস আগে দেখা হয়েছিল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) সঙ্গে । তিনি নিজের হাতে শংসাপত্র তুলে দিয়েছিলেন হলদিয়ার গবেষক অনির্বাণ দাসকে ৷ তবে এখনও সম্পূর্ণ স্বীকৃতি পায়নি গবেষক অনির্বাণ দাসের (Researcher Anirban Das) আবিষ্কার অবাক জুতো 'কেয়ার ফ্রি শোল' (Care Free Shole) ।

রোবটিক্সের সেন্সর টেকনোলজি সমৃদ্ধ একটি জুতো, যা সিয়াচেনের মাইনাস 57 ডিগ্রিতেও পায়ে আরাম দেয় । প্রবল শৈত্যেও অভিনব প্রযুক্তিতে তৈরি এই জুতো থেকে উৎপন্ন কম্পন এবং তাপশক্তি সহায়তা করবে শরীরের রক্ত সঞ্চালনে । হলদিয়ার তরুণ গবেষক অনির্বাণ দাসের এই উদ্ভাবনীকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে 'ইনস্টিটিউশন অব ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স সংস্থা' ।

আরও পড়ুন : Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে আজ শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

সম্প্রতি দিল্লির এই সংস্থার তরফে বেস্ট ইনোভেটর পুরস্কারও দেওয়া হয়েছে অনির্বাণবাবুকে । হলদিয়ার চৈতন্যপুরের বাসিন্দা কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ও ইনোভেশন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ দাস ৷ তাঁর এই বিস্ময় জুতোকে সেনাবাহিনী কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা শুরু হয়েছিল । কিন্তু এবার এই জুতো নিয়ে গবেষণার কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে (Care Free Shole of Researcher Anirban Das in uncertainty) ৷

হলদিয়া, 10 ডিসেম্বর : মাত্র পাঁচ মাস আগে দেখা হয়েছিল প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) সঙ্গে । তিনি নিজের হাতে শংসাপত্র তুলে দিয়েছিলেন হলদিয়ার গবেষক অনির্বাণ দাসকে ৷ তবে এখনও সম্পূর্ণ স্বীকৃতি পায়নি গবেষক অনির্বাণ দাসের (Researcher Anirban Das) আবিষ্কার অবাক জুতো 'কেয়ার ফ্রি শোল' (Care Free Shole) ।

রোবটিক্সের সেন্সর টেকনোলজি সমৃদ্ধ একটি জুতো, যা সিয়াচেনের মাইনাস 57 ডিগ্রিতেও পায়ে আরাম দেয় । প্রবল শৈত্যেও অভিনব প্রযুক্তিতে তৈরি এই জুতো থেকে উৎপন্ন কম্পন এবং তাপশক্তি সহায়তা করবে শরীরের রক্ত সঞ্চালনে । হলদিয়ার তরুণ গবেষক অনির্বাণ দাসের এই উদ্ভাবনীকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে 'ইনস্টিটিউশন অব ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স সংস্থা' ।

আরও পড়ুন : Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে আজ শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

সম্প্রতি দিল্লির এই সংস্থার তরফে বেস্ট ইনোভেটর পুরস্কারও দেওয়া হয়েছে অনির্বাণবাবুকে । হলদিয়ার চৈতন্যপুরের বাসিন্দা কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ও ইনোভেশন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ দাস ৷ তাঁর এই বিস্ময় জুতোকে সেনাবাহিনী কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা শুরু হয়েছিল । কিন্তু এবার এই জুতো নিয়ে গবেষণার কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে (Care Free Shole of Researcher Anirban Das in uncertainty) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.