ETV Bharat / state

ঘুমের ঘোরে চালক, বাস উলটে আহত 20

পাঁশকুড়ায় 6 নম্বর জাতীয় সড়কের পাশে খাদে পড়ল বাস । আহত 20 ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 20, 2020, 10:02 AM IST

Updated : Jan 20, 2020, 10:09 AM IST

পাঁশকুড়া, 20 জানুয়ারি : ভোররাতে চোখ লেগে এসেছিল চালকের। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস । দুর্ঘটনাটি ঘটে পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে ৷ 20 জন আহত হয়েছেন । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । তাদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

image
চলছে উদ্ধারকাজ

আজ ভোর চারটে নাগাদ রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল একটি ভলভো বাস । বাসে প্রায় 70-80 জন যাত্রী ছিলেন । ভোরের দিকে চোখ লেগে আসে চালকের । পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের থাকা উলটে যায় । স্থানীয়রা জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের মধ্যে গুরুতর আহত 3 যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ভিডিয়োয় যাত্রী বিকাশ পান্ডের বক্তব্য শুনুন

বিকাশ পান্ডে নামে এক যাত্রী জানান, বাসের মধ্যে ঘুমিয়েছিলাম । হঠাৎই একটা ঝটকা অনুভব করি । উঠে দেখি বাসটি খাদের মধ্যে পড়ে রয়েছে । পরে সবাই মিলে আহতদের উদ্ধার করি । সেই সময় বাসের ড্রাইভার ও কন্ডাক্টর পালিয়ে গেছিল । চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ।

পাঁশকুড়া, 20 জানুয়ারি : ভোররাতে চোখ লেগে এসেছিল চালকের। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস । দুর্ঘটনাটি ঘটে পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে ৷ 20 জন আহত হয়েছেন । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক । তাদের তমলুক জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

image
চলছে উদ্ধারকাজ

আজ ভোর চারটে নাগাদ রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল একটি ভলভো বাস । বাসে প্রায় 70-80 জন যাত্রী ছিলেন । ভোরের দিকে চোখ লেগে আসে চালকের । পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের থাকা উলটে যায় । স্থানীয়রা জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । তাঁদের মধ্যে গুরুতর আহত 3 যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ভিডিয়োয় যাত্রী বিকাশ পান্ডের বক্তব্য শুনুন

বিকাশ পান্ডে নামে এক যাত্রী জানান, বাসের মধ্যে ঘুমিয়েছিলাম । হঠাৎই একটা ঝটকা অনুভব করি । উঠে দেখি বাসটি খাদের মধ্যে পড়ে রয়েছে । পরে সবাই মিলে আহতদের উদ্ধার করি । সেই সময় বাসের ড্রাইভার ও কন্ডাক্টর পালিয়ে গেছিল । চালক ঘুমিয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ।

Intro:পাঁশকুড়া,২০ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে ভোররাতে বাস উল্টে আহত হলেন কুড়িজন যাত্রী তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে দুর্ঘটনা ঘটেছে 6 নম্বর জাতীয় সড়কের পাঁশকুড়া থানার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে। যাত্রীদের অভিযোগ চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যে কারণেই ঘটে দুর্ঘটনা।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল একটি ভলভো বাস। বাসে ছিলেন প্রায় 70 থেকে 80 জন যাত্রী। পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা খাদে উল্টে গিয়ে আটকে পড়ে। বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বাসের যাত্রীরা ও স্থানীয় বাসিন্দার এসে তাঁদের জানলার কাঁচ ভেঙ্গে উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তাদের মধ্যে। তাঁদের মধ্যে গুরুতর আহত 3 যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।Conclusion:বিকাশ পান্ডে নামের এক যাত্রী জানিয়েছেন, আমরা বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎই একটা ঝটকা অনুভব করি। উঠে দেখি বাসটি একটি খাদের মধ্যে পড়ে রয়েছে। আমরা নিজেরাই সবাই মিলে আহত যাত্রীদের উদ্ধার করি। সেসময় বাসের ড্রাইভার ও কন্ডাক্টর পালিয়ে গিয়েছিল। আমাদের ধারণা বাস চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র জানিয়েছেন, আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। চালক ও খালাসের খোঁজে তল্লাশি চলছে।
Last Updated : Jan 20, 2020, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.