কাঁথি, ১২ মে : ভগবানপুরের ২৫৮ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বোমার আঘাতে জখম তিন ভোটার । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
কাঁথি লোকসভার ভগবানপুরের হিঞ্চাগেড়িয়া প্রাথমিক স্কুলের সামনে বোমা ফাটায় তৃণমূল কংগ্রেসর কর্মীরা । স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হিঞ্চাগেড়িয়া প্রাথমিক স্কুলের ২৫৮ নম্বর বুথে ভোটাররা গেলে ভোটকর্মীরা জানান ভোট হয়ে গেছে । সেই নিয়ে ভোটাররা বিক্ষোভ দেখালে বুথের সামনে বোমা ফাটায় তৃণমূলের লোকজন ।
BJP-র ব্লক সাধারণ সম্পাদক সঞ্জীব সিংহ বলেন, "পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছাপ্পাভোট দেয় । বুথে বোমাবাজি করে । এমন কী আমি পোলিং এজেন্ট হিসেবে বুথে গেলে আমায় মেরে বের করে দেওয়া হয় । ঘরবাড়ি ভেঙে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা ।"
যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, বিভিন্ন বুথে গিয়ে BJP-র লোকজন বোমাবাজি করে । নিজেদের পায়ের তলার মাটি সরে গেছে বুঝতে পেরেই BJP একাজ করছে । আর সন্ত্রাসের কথা বলে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে ।