ETV Bharat / state

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ, এগরায় অবরোধ BJP-র

author img

By

Published : Jul 17, 2020, 2:29 PM IST

আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP । তৃণমূল পরিচালিত এগরা পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

emid
emid

এগরা, 17 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে এগরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP । স্বজনপোষণের অভিযোগও উঠেছে প্রধানের বিরুদ্ধে । যদিও গ্রাম প্রধান রবীন্দ্রনাথ সোম সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

তৃণমূল পরিচালিত এগরা পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সোম । BJP-র অভিযোগ, আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দলের কর্মীদের দিয়েছেন তিনি । অনেক তৃণমূল নেতা ক্ষতিপূরণের টাকা খরচ করে দিয়েছেন । এমনকী তাঁরা তাঁদের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বা প্রভাবশালী ব্যক্তিদের টাকা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ । এমনকী যাঁদের দু'তলা বা তিন তলা পাকা বাড়ি আছে তাঁরাও টাকা পেয়েছেন । প্রকৃত প্রাপকরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন । তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানায় BJP ।

রবীন্দ্রনাথ সোম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, "এই সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের নজরে নেই । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।" এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিও রাজ বলেন, এলাকায় দুর্নীতি হয়েছে এরকম অভিযোগ আমাদের কাছে আসেনি । তবে অভিযোগ এলে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । রাজনৈতিক স্বার্থে কয়েকজন এই সমস্ত অভিযোগ করছে ।

এগরা, 17 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে এগরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP । স্বজনপোষণের অভিযোগও উঠেছে প্রধানের বিরুদ্ধে । যদিও গ্রাম প্রধান রবীন্দ্রনাথ সোম সেই অভিযোগ অস্বীকার করেছেন ।

তৃণমূল পরিচালিত এগরা পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ সোম । BJP-র অভিযোগ, আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দলের কর্মীদের দিয়েছেন তিনি । অনেক তৃণমূল নেতা ক্ষতিপূরণের টাকা খরচ করে দিয়েছেন । এমনকী তাঁরা তাঁদের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বা প্রভাবশালী ব্যক্তিদের টাকা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ । এমনকী যাঁদের দু'তলা বা তিন তলা পাকা বাড়ি আছে তাঁরাও টাকা পেয়েছেন । প্রকৃত প্রাপকরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন । তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানায় BJP ।

রবীন্দ্রনাথ সোম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, "এই সমস্ত দুর্নীতির অভিযোগ আমাদের নজরে নেই । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।" এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিও রাজ বলেন, এলাকায় দুর্নীতি হয়েছে এরকম অভিযোগ আমাদের কাছে আসেনি । তবে অভিযোগ এলে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । রাজনৈতিক স্বার্থে কয়েকজন এই সমস্ত অভিযোগ করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.