মেদিনীপুর, 2 অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে রাজ্যবাসীকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেন এক BJP সমর্থক ৷ স্থানীয় তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল ওই যুবককে ৷ ধৃত ওই যুবকের নাম শুভজিৎ দে ৷ মেদিনীপুর পৌরসভার পানপাড়া এলাকার ঘটনা ৷
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার 13 নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দে ৷ তিনি BJP সমর্থক ৷ গতকাল ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ ওই ভিডিয়োয় তাঁকে বলতে দেখা শোনা যায়, "BJP সরকার আছে বলে আপনারা বেঁচে আছেন ৷ যদি এত BJP বিরোধী হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা 'মা' বলেন তাঁকে নিয়ে পাকিস্তান চলে যান ৷ এখানে থাকার আপনাদের কোনও অধিকার নেই ৷ "
ওই BJP সমর্থকের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর স্থানীয় এক তৃণমূল নেতা তথা আইনজীবী শারিফ মোল্লা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ও মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর বক্তব্য ফেসবুকে লাইভ করার অভিযোগে মেদিনীপুরে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ৷ তারপর গত রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাকে বিশেষ আদালতে তোলা হয় ৷
13 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, " আমাদের নেত্রী আমাদের মা সমান ৷ ওই যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন ৷ ওই মন্তব্যের জন্য আমরা চাইলে গন্ডগোল করতে পারতাম ৷ কিন্তু যেহেতু আইন, পুলিশ-প্রশাসন রয়েছে ৷ তাই আমরা পুলিশে অভিযোগ করেছি ৷ ওই ব্যক্তির শাস্তির দাবি জানাচ্ছি ৷"