কলকাতা, 13 সেপ্টেম্বর: বিজেপি কর্মীদের নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) সামিল হতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ ৷ বাধা পেয়ে রাস্তায় ধরনায় বসে পড়ছেন বিজেপি কর্মী ৷ কোথাও বা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি ৷ আবার কোথাও দেখা গেল ধান ক্ষেতের মধ্যে দিয়ে ঘুর পথে স্টেশনে পৌঁছাচ্ছেন বিজেপি কর্মীরা ৷ এমন একাধিক ছবি টুইটারে পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে (Mamata Banerjee Police is on War Footing) বলে অভিযোগ করলেন তিনি ৷
-
Glimpses of @WBPolice atrocities.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
They are trampling upon the Fundamental Rights of citizens ensured by Article 19 of The Constitution Of India:
# to assemble peaceably
# to move freely throughout the territory of India
People are resisting spontaneously.#CholoNobanno pic.twitter.com/U4gGufF1ie
">Glimpses of @WBPolice atrocities.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2022
They are trampling upon the Fundamental Rights of citizens ensured by Article 19 of The Constitution Of India:
# to assemble peaceably
# to move freely throughout the territory of India
People are resisting spontaneously.#CholoNobanno pic.twitter.com/U4gGufF1ieGlimpses of @WBPolice atrocities.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2022
They are trampling upon the Fundamental Rights of citizens ensured by Article 19 of The Constitution Of India:
# to assemble peaceably
# to move freely throughout the territory of India
People are resisting spontaneously.#CholoNobanno pic.twitter.com/U4gGufF1ie
এ দিন সকাল থেকেই বিজেপি কর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পুলিশ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তারা রেল পুলিশ বা আরপিএফ এর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছে না ৷ স্টেশনের ভিতরে ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে ৷’’
শুভেন্দু জানান, আগেও নবান্ন বা লালবাজার অভিযান হয়েছে ৷ তৃণমূল বিরোধী পক্ষে থাকাকালীন নিজেরাও এরকম অভিযান করেছে ৷ সেই সময় প্রশাসনিক ভবনের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হত মিছিল ৷ কিন্তু, পুলিশ এবার বেপরোয়া হয়ে গিয়েছে ৷ বিজেপি কর্মীদের জেলাতেই আটকানো হচ্ছে ৷ এমনকি এক্তিয়ারের বাইরে থাকা এলাকাতেও ঢুকে পড়ছে পুলিশ ৷
আরও পড়ুন: বিজেপিকে আটকাতে অন্য রাজ্য থেকে পুলিশ আনা হয়েছে নাকি প্রশ্ন দিলীপের
এদিন হাওড়া, সাঁতরাগাছিতে পুলিশের তরফে লোহার পাত মাটিতে পুঁতে ব্যারিকেড করা হয় ৷ এমনকি রোবোকপ নামানো হয় বিজেপির মিছিল আটকানোর জন্য ৷ এনিয়ে টুইটে সরব হন শুভেন্দু । বিরোধী দলনেতা লেখেন, মমতার পুলিশ হাজারো চেষ্টা করলেও তাঁদের আটকাতে পারবে না ৷ প্রসঙ্গত, এ দিন শুভেন্দু অধিকারীকে সাঁতরাগাছি পৌঁছানোর আগেই কলকাতার পিটিএস এর সামনে থেকে আটক করে পুলিশ ৷