ETV Bharat / state

মারিশদায় 2 BJP কর্মীকে অপহরণ-মারধর, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Jan 19, 2020, 6:38 PM IST

পূর্ব মেদিনীপুরে দুই BJP কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তবে স্থানীয় TMC অভিযোগ অস্বীকার করেছে । এই ঘটনার জেরে মিলন বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

BJP leaders kidnapped in east midnapore
মারিশদায় দুই BJP কর্মীকে অপহরণের অভিযোগ

মারিশদা, 19 জানুয়ারি : দুই BJP কর্মীকে অপহরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকার ঘটনা । BJP-র মণ্ডল সভাপতি এবং এক কর্মীকে গতকাল রাতে অপহরণ করে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

কাঁথি তিন নম্বর ব্লকের BJP-র পশ্চিম মণ্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ অপর এক দলীয় কর্মীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ TMC-র বিরুদ্ধে । তবে তৃণমূলের তরফ থেকে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ।

কাঁথির সাংগঠনিক জেলা BJP-র সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "গতকাল রাতে কাঁথি তিন ব্লকের মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না এবং অন্য এক দলীয় কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করেছিল । পুলিশ প্রশাসনকে বারবারে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ।"

BJP কর্মীদের অপহরণের অভিযোগ

অপরদিকে তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে মেরেছে । এতে আমাদের দলের কেউ জড়িত নয় ।"

ঘটনার পরিপ্রেক্ষিতে মারিশদা থানার OC অমিত দেব বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম । আহত ব্যক্তিদের উদ্ধার করি । যদিও ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।"

মারিশদা, 19 জানুয়ারি : দুই BJP কর্মীকে অপহরণের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকার ঘটনা । BJP-র মণ্ডল সভাপতি এবং এক কর্মীকে গতকাল রাতে অপহরণ করে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

কাঁথি তিন নম্বর ব্লকের BJP-র পশ্চিম মণ্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ অপর এক দলীয় কর্মীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ TMC-র বিরুদ্ধে । তবে তৃণমূলের তরফ থেকে তা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ।

কাঁথির সাংগঠনিক জেলা BJP-র সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "গতকাল রাতে কাঁথি তিন ব্লকের মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না এবং অন্য এক দলীয় কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করেছিল । পুলিশ প্রশাসনকে বারবারে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি ।"

BJP কর্মীদের অপহরণের অভিযোগ

অপরদিকে তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে মেরেছে । এতে আমাদের দলের কেউ জড়িত নয় ।"

ঘটনার পরিপ্রেক্ষিতে মারিশদা থানার OC অমিত দেব বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠিয়েছিলাম । আহত ব্যক্তিদের উদ্ধার করি । যদিও ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।"

Intro:বিজেপির মন্ডল সভাপতি সহ আরেক কর্মী কে অপহরণের অভিযোগে শাসক দলের বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকায় । কাঁথি তিন ব্লকের বিজেপি র পশ্চিম মন্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মানা ও আরেক বিজেপি কর্মী কে শনিবার রাতে মিলন বাজার থেকে অপহরণ করে বলে অভিযোগ । তৃণমূলের তরফ থেকে অভিযান অস্বীকার করা হয়েছে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ আরেক কর্মী কে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় । পুলিশ প্রশাসন কে বারে বারে অভিযোগ জানানো সত্যেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে কেলিয়েছে , আতে আমাদের দলের কেউ জড়িত নয় । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠাই ও আহত ব্যক্তি দের উদ্ধার করি । যদিও ঐ এলাকা আমাদের এলাকায় পড়ে না , ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে ।
বাইট 1a অনুপ চক্রবর্তী , বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি
বাইট 1b কনিষ্ক পন্ডা, তৃণমূলের জেলা সম্পাদক ।
বাইট 1c শ্রীকৃষ্ণ, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি ।Body:বিজেপির মন্ডল সভাপতি সহ আরেক কর্মী কে অপহরণের অভিযোগে শাসক দলের বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকায় । কাঁথি তিন ব্লকের বিজেপি র পশ্চিম মন্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মানা ও আরেক বিজেপি কর্মী কে শনিবার রাতে মিলন বাজার থেকে অপহরণ করে বলে অভিযোগ । তৃণমূলের তরফ থেকে অভিযান অস্বীকার করা হয়েছে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ আরেক কর্মী কে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় । পুলিশ প্রশাসন কে বারে বারে অভিযোগ জানানো সত্যেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে কেলিয়েছে , আতে আমাদের দলের কেউ জড়িত নয় । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠাই ও আহত ব্যক্তি দের উদ্ধার করি । যদিও ঐ এলাকা আমাদের এলাকায় পড়ে না , ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে ।
বাইট 1a অনুপ চক্রবর্তী , বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি
বাইট 1b কনিষ্ক পন্ডা, তৃণমূলের জেলা সম্পাদক ।
বাইট 1c শ্রীকৃষ্ণ, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি ।Conclusion:বিজেপির মন্ডল সভাপতি সহ আরেক কর্মী কে অপহরণের অভিযোগে শাসক দলের বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার মিলন বাজার এলাকায় । কাঁথি তিন ব্লকের বিজেপি র পশ্চিম মন্ডলের সভাপতি শ্রীকৃষ্ণ মানা ও আরেক বিজেপি কর্মী কে শনিবার রাতে মিলন বাজার থেকে অপহরণ করে বলে অভিযোগ । তৃণমূলের তরফ থেকে অভিযান অস্বীকার করা হয়েছে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্না সহ আরেক কর্মী কে তৃণমূলের দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যায় । পুলিশ প্রশাসন কে বারে বারে অভিযোগ জানানো সত্যেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয় । শ্রীকৃষ্ণ , এখানে থাকে না । কলকাতা মেটিয়াবুরুজে ফুলের কাজ করে । আজকে এসে মদ্যপান করে আমাদের দলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায়, জনগণ তাকে ধরে কেলিয়েছে , আতে আমাদের দলের কেউ জড়িত নয় । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে মিলন বাজার এলাকায় পুলিশ পাঠাই ও আহত ব্যক্তি দের উদ্ধার করি । যদিও ঐ এলাকা আমাদের এলাকায় পড়ে না , ওটা এগরা থানার এলাকার মধ্যে পড়ে ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে ।
বাইট 1a অনুপ চক্রবর্তী , বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি
বাইট 1b কনিষ্ক পন্ডা, তৃণমূলের জেলা সম্পাদক ।
বাইট 1c শ্রীকৃষ্ণ, কাঁথি তিন ব্লকের মন্ডল সভাপতি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.