ETV Bharat / state

BJP Leader's Death : এমএডের রেজাল্ট নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু বিজেপি নেত্রী তিস্তা বিশ্বাস দাসের - তিস্তা বিশ্বাসের মৃত্যু

দুর্ঘটনায় মৃত্যু কলকাতার 86 নম্বর ওয়ার্ডের বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের ৷

BJP Leader's Death
BJP Leader's Death
author img

By

Published : Oct 28, 2021, 9:03 AM IST

Updated : Oct 28, 2021, 9:52 AM IST

তমলুক, 28 অক্টোবর : এমএড ফাইনালের রেজাল্ট নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফিরছিলেন ৷ কিন্তু বাড়ি ফেরা হল না কলকাতার 86 নম্বর ওয়ার্ডের বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের । বুধবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বিজেপি নেত্রীর ৷ আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে ৷ দুর্ঘটনাটি ঘটে তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের নিমতৌড়িতে ৷

পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে সপরিবারে এমএড ফাইনালের রেজাল্ট নিয়ে ফিরছিলেন তিস্তা বিশ্বাস দাস ৷ ফেরার সময় নিমতৌড়িতে পথের উপর একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল । তিস্তাদের গাড়িটি স্লো করে লরির পিছনে দাঁড়াতেই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি তেল ট্যাঙ্কার ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিস্তা বিশ্বাস দাসের ৷ স্থানীয়দের তৎপরতায় তাঁর স্বামী গৌরব বিশ্বাস ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয় ।

তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্তদের তমলুক জেলা হাসপাতালে পাঠায় ৷ সেখানেই তিস্তা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তমলুক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর মেয়ে ও স্বামীকে কলকাতায় পাঠানো হয়েছে ।

দুর্ঘটনায় মৃত্যু বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : বেড়াতে যাওয়াই কাল, সিপিএম নেতা সহ উত্তরাখণ্ডে মৃত রানিগঞ্জের 2 পর্যটক

যদিও এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ তমলুক বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক ৷ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র দেখছেন তিনি ৷ তাঁর বক্তব্য, তিস্তা বিশ্বাস দাস ও তাঁর স্বামী বহুদিন ধরে বিজেপি করেন ৷ তিস্তা দেবী নেত্রী হিসেবে জনপ্রিয় ছিলেন ৷ তাই এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তমলুক বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ৷

তমলুক, 28 অক্টোবর : এমএড ফাইনালের রেজাল্ট নিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ফিরছিলেন ৷ কিন্তু বাড়ি ফেরা হল না কলকাতার 86 নম্বর ওয়ার্ডের বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের । বুধবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বিজেপি নেত্রীর ৷ আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে ৷ দুর্ঘটনাটি ঘটে তমলুক থানার 41 নম্বর জাতীয় সড়কের নিমতৌড়িতে ৷

পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে সপরিবারে এমএড ফাইনালের রেজাল্ট নিয়ে ফিরছিলেন তিস্তা বিশ্বাস দাস ৷ ফেরার সময় নিমতৌড়িতে পথের উপর একটি লরি খারাপ হয়ে দাঁড়িয়ে ছিল । তিস্তাদের গাড়িটি স্লো করে লরির পিছনে দাঁড়াতেই পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি তেল ট্যাঙ্কার ধাক্কা মারে । দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিস্তা বিশ্বাস দাসের ৷ স্থানীয়দের তৎপরতায় তাঁর স্বামী গৌরব বিশ্বাস ও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয় ।

তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্তদের তমলুক জেলা হাসপাতালে পাঠায় ৷ সেখানেই তিস্তা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তমলুক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁর মেয়ে ও স্বামীকে কলকাতায় পাঠানো হয়েছে ।

দুর্ঘটনায় মৃত্যু বিজেপির কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : বেড়াতে যাওয়াই কাল, সিপিএম নেতা সহ উত্তরাখণ্ডে মৃত রানিগঞ্জের 2 পর্যটক

যদিও এই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ তমলুক বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক ৷ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র দেখছেন তিনি ৷ তাঁর বক্তব্য, তিস্তা বিশ্বাস দাস ও তাঁর স্বামী বহুদিন ধরে বিজেপি করেন ৷ তিস্তা দেবী নেত্রী হিসেবে জনপ্রিয় ছিলেন ৷ তাই এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তমলুক বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ৷

Last Updated : Oct 28, 2021, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.