ETV Bharat / state

কোরোনা নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার BJP নেতা - কোরোনা ভাইরাস

সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হল পূর্ব মেদিনীপুর জেলার এক BJP নেতা । নাম রতন আচার্য ।

BJP leader of east midnapur arrested for posting on facebook about corona
BJP leader of east midnapur arrested for posting on facebook about corona
author img

By

Published : Apr 3, 2020, 12:07 AM IST

রামনগর, ২ এপ্রিল: সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হল পূর্ব মেদিনীপুর জেলার এক BJP নেতা । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রতন আচার্য । তিনি রামনগরের পূর্ব মণ্ডল কমিটির সভাপতি । বাড়ি রামনগর থানার পুরুষোত্তমপুর গ্ৰামে । কয়েকদিন আগে নিজের ফেসবুক পেজে কোরোনা সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট করেন তিনি । যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

কোরোনা নিয়ে গুজব ছড়ালে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । কিন্তু তা সত্ত্বেও কয়েকজন ফেসবুকে লাগাতার ভুয়ো পোস্ট করে যাচ্ছেন । কিছুদিন আগে রতন আচার্য নামে ওই BJP নেতাও কোরোনা নিয়ে ফেসবুকে কয়েকটি ভুয়ো পোস্ট করেছিলেন । সেই পোস্ট নজরে আসতেই বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাঁকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করে দেন ।

এই বিষয়ে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী জানিয়েছেন, "কোরোনা নিয়ে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করেই কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভুয়ো পোস্ট করছেন । যাঁরাই এ ধরনের গুজব ছড়াবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ‌। পুলিশের সাইবার ক্রাইম টিম সোশাল মিডিয়াগুলির ওপর সর্বদা নজর রাখছে ।"

রামনগর, ২ এপ্রিল: সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে ভুয়ো পোস্ট করে গ্রেপ্তার হল পূর্ব মেদিনীপুর জেলার এক BJP নেতা । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রতন আচার্য । তিনি রামনগরের পূর্ব মণ্ডল কমিটির সভাপতি । বাড়ি রামনগর থানার পুরুষোত্তমপুর গ্ৰামে । কয়েকদিন আগে নিজের ফেসবুক পেজে কোরোনা সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট করেন তিনি । যে কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

কোরোনা নিয়ে গুজব ছড়ালে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । কিন্তু তা সত্ত্বেও কয়েকজন ফেসবুকে লাগাতার ভুয়ো পোস্ট করে যাচ্ছেন । কিছুদিন আগে রতন আচার্য নামে ওই BJP নেতাও কোরোনা নিয়ে ফেসবুকে কয়েকটি ভুয়ো পোস্ট করেছিলেন । সেই পোস্ট নজরে আসতেই বৃহস্পতিবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । তাঁকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নাকচ করে দেন ।

এই বিষয়ে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী জানিয়েছেন, "কোরোনা নিয়ে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করেই কিছু মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভুয়ো পোস্ট করছেন । যাঁরাই এ ধরনের গুজব ছড়াবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ‌। পুলিশের সাইবার ক্রাইম টিম সোশাল মিডিয়াগুলির ওপর সর্বদা নজর রাখছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.