ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : ভোটের আগের রাতে তমলুকে আটক বিজেপি নেতা - তমলুকে আটক বিজেপি নেতা

পূর্ব মেদিনীপুরে পৌরনির্বাচনের আগের রাতে আটক বিজেপি নেতা (BJP leader detained in Tamluk) ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷

Tamluk Municipal Election
তমলুকে আটক বিজেপি নেতা
author img

By

Published : Feb 27, 2022, 7:02 AM IST

কাঁথি, 27 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের আগের রাতেই আটক হলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷ গতকাল রাতে তাঁকে আটক করেছে তমলুক থানার পুলিশ (BJP leader detained in Tamluk) ৷

অভিযোগ, শনিবার রাতে বিধি ভেঙে জমায়েত করছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা নন্দীগ্রামের বিজেপির নেতা প্রলয় পাল । তিনি এই পৌরসভার ভোটার নয় । তা সত্ত্বেও এলাকায় অবৈধভাবে জমায়েত করেছেন ৷ ওই জমায়েত চলছিল নিমতৌড়ি বঙ্গশ্রী হোটেলে । ওই হোটেলের কাছ থেকেই শনিরাব রাত এগারোটার কিছুটা পর তমলুক থানার পুলিশ তাঁকে আটক করে ৷

Tamluk Municipal Election
শনিবার রাতে নিমতৌড়ি বঙ্গশ্রী হোটেলের কাছ থেকে আটক করা হয় বিজেপি নেতাকে

আজ রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন । পূর্ব মেদিনীপুরের ভোট পরিস্থিতি ইতিমধ্যেই সরগরম ৷ শুধু তমলুক পৌরসভাতেই নয়, জেলার কাঁথি পৌরসভাতেও ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে । শিশির অধিকারীর একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভোটার ও নেতাদের ফোন করে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : Bengal Civic poll 2022: ভোট চেয়ে তৃণমূল কর্মীকে ফোন শিশির অধিকারীর, ভাইরাল অডিয়ো

কাঁথি, 27 ফেব্রুয়ারি : পৌর নির্বাচনের আগের রাতেই আটক হলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি ৷ তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷ গতকাল রাতে তাঁকে আটক করেছে তমলুক থানার পুলিশ (BJP leader detained in Tamluk) ৷

অভিযোগ, শনিবার রাতে বিধি ভেঙে জমায়েত করছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি তথা নন্দীগ্রামের বিজেপির নেতা প্রলয় পাল । তিনি এই পৌরসভার ভোটার নয় । তা সত্ত্বেও এলাকায় অবৈধভাবে জমায়েত করেছেন ৷ ওই জমায়েত চলছিল নিমতৌড়ি বঙ্গশ্রী হোটেলে । ওই হোটেলের কাছ থেকেই শনিরাব রাত এগারোটার কিছুটা পর তমলুক থানার পুলিশ তাঁকে আটক করে ৷

Tamluk Municipal Election
শনিবার রাতে নিমতৌড়ি বঙ্গশ্রী হোটেলের কাছ থেকে আটক করা হয় বিজেপি নেতাকে

আজ রাজ্যের 108টি পৌরসভার নির্বাচন । পূর্ব মেদিনীপুরের ভোট পরিস্থিতি ইতিমধ্যেই সরগরম ৷ শুধু তমলুক পৌরসভাতেই নয়, জেলার কাঁথি পৌরসভাতেও ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে । শিশির অধিকারীর একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভোটার ও নেতাদের ফোন করে প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন : Bengal Civic poll 2022: ভোট চেয়ে তৃণমূল কর্মীকে ফোন শিশির অধিকারীর, ভাইরাল অডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.