ETV Bharat / state

"2021-এ আপনাদের ব্যবস্থা করব", পুলিশকে হুঁশিয়ারি ভারতী ঘোষের

গতকালই একদল দুষ্কৃতীর হামলায় গুরুতর জখম হন ভগবানপুরে বেশ কয়েকজন BJP কর্মী । আক্রান্ত কর্মীদের দেখতে আজ সেখানে যান ভারতী ঘোষ ৷

ভারতী ঘোষ
ভারতী ঘোষ
author img

By

Published : Jun 25, 2020, 9:46 PM IST

তমলুক, 25 জুন : "তৃণমূল সরকার তো চলে যাবে কিন্তু পুলিশ থেকে যাবে । তাঁরা কেন নোংরামির মধ্যে অ্যাকটিভভাবে অংশগ্রহণ করছেন ?" আজ ভগবানপুরে দুষ্কৃতীদের হাতে জখম দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এসে এইভাবেই পুলিশকে আক্রমণ করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের যদি দম থাকে আমার মতো চোখে চোখ রেখে চাকরি ছেড়ে বেরিয়ে যান । আর দম না থাকলে ইউনিফর্ম পরে আপাতত এই লোকগুলোকে ধরুন । না হলে আমরা এসে 2021 সালে আপনাদের ব্যবস্থা করব।"

গতকাল, আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে BDO অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন BJP কর্মীরা । যাওয়ার পথেই ভগবানপুরে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে জখম হন বেশ কয়েকজন BJP কর্মী । BJP-র অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে এবং গোটা ঘটনাই পুলিশের উপস্থিতিতে ঘটে । গুরুতর জখম ছয় BJP কর্মী ভরতি রয়েছে তমলুক জেলা হাসপাতালে । ওই জখম কর্মীদের সঙ্গে দেখা করতেই রাজ্য BJP-র নির্দেশে ভারতী ঘোষ তমলুক জেলা হাসপাতালে উপস্থিত হন । আর সেখানেই তিনি পুলিশকে কটাক্ষ করেন ।

কী বলছেন ভারতী ঘোষ ?

BJP নেত্রী জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনও ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না । উলটে তাদের জামিন পেতে পুলিশ সাহায্য করছে ।আমি শুনেছি এখানকার SP লেখাপড়া জেনে IPS হয়ে এসেছেন । আমি আবার বলছি আপনি আপনার কর্তব্য করুন । আপনি আসামিদের ধরুন । এমন কিছু করবেন না যাতে আপনার নাম আমার খাতায় তুলতে হয় । এমনকি আপনাকে ইন-অ্যাকশনের জন্য হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হল ।"

ভারতীদেবী তৃনমূলের বিরুদ্ধেও সরব হন আজ । বলেন, "তৃণমূল সরকারের আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে । কারণ পাড়ার মধ্যে যদি কোনও পাগল কুকুর ঘোরাঘুরি করে, একে-ওকে কামড়ায় তখন পাড়ার মানুষই তার ব্যবস্থা করে । পুলিশ হাতে হাত গুটিয়ে বসে আছে । পাগলা কুকুরের মতো তৃণমূলের আশ্রিত গুন্ডারা এখানে ওখানে কামড়াচ্ছে । এরপর তো ওদের জনরোষের শিকার হতে হবে । সেটা কি ভালো হবে ?" তিনি আরও বলেন, "আমি সাবধান করছি । এই হিংসাত্মক ঘটনাগুলি আপনারা বন্ধ করুন ।"

এদিন জখম দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে BJP নেত্রী ভারতী ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, কা‌ঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী-সহ অন্যান্যরা ।

তমলুক, 25 জুন : "তৃণমূল সরকার তো চলে যাবে কিন্তু পুলিশ থেকে যাবে । তাঁরা কেন নোংরামির মধ্যে অ্যাকটিভভাবে অংশগ্রহণ করছেন ?" আজ ভগবানপুরে দুষ্কৃতীদের হাতে জখম দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এসে এইভাবেই পুলিশকে আক্রমণ করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের যদি দম থাকে আমার মতো চোখে চোখ রেখে চাকরি ছেড়ে বেরিয়ে যান । আর দম না থাকলে ইউনিফর্ম পরে আপাতত এই লোকগুলোকে ধরুন । না হলে আমরা এসে 2021 সালে আপনাদের ব্যবস্থা করব।"

গতকাল, আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে BDO অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন BJP কর্মীরা । যাওয়ার পথেই ভগবানপুরে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে জখম হন বেশ কয়েকজন BJP কর্মী । BJP-র অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে এবং গোটা ঘটনাই পুলিশের উপস্থিতিতে ঘটে । গুরুতর জখম ছয় BJP কর্মী ভরতি রয়েছে তমলুক জেলা হাসপাতালে । ওই জখম কর্মীদের সঙ্গে দেখা করতেই রাজ্য BJP-র নির্দেশে ভারতী ঘোষ তমলুক জেলা হাসপাতালে উপস্থিত হন । আর সেখানেই তিনি পুলিশকে কটাক্ষ করেন ।

কী বলছেন ভারতী ঘোষ ?

BJP নেত্রী জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কোনও ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না । উলটে তাদের জামিন পেতে পুলিশ সাহায্য করছে ।আমি শুনেছি এখানকার SP লেখাপড়া জেনে IPS হয়ে এসেছেন । আমি আবার বলছি আপনি আপনার কর্তব্য করুন । আপনি আসামিদের ধরুন । এমন কিছু করবেন না যাতে আপনার নাম আমার খাতায় তুলতে হয় । এমনকি আপনাকে ইন-অ্যাকশনের জন্য হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হল ।"

ভারতীদেবী তৃনমূলের বিরুদ্ধেও সরব হন আজ । বলেন, "তৃণমূল সরকারের আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে । কারণ পাড়ার মধ্যে যদি কোনও পাগল কুকুর ঘোরাঘুরি করে, একে-ওকে কামড়ায় তখন পাড়ার মানুষই তার ব্যবস্থা করে । পুলিশ হাতে হাত গুটিয়ে বসে আছে । পাগলা কুকুরের মতো তৃণমূলের আশ্রিত গুন্ডারা এখানে ওখানে কামড়াচ্ছে । এরপর তো ওদের জনরোষের শিকার হতে হবে । সেটা কি ভালো হবে ?" তিনি আরও বলেন, "আমি সাবধান করছি । এই হিংসাত্মক ঘটনাগুলি আপনারা বন্ধ করুন ।"

এদিন জখম দলীয় কর্মীদের দেখতে হাসপাতালে BJP নেত্রী ভারতী ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, কা‌ঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী-সহ অন্যান্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.