ETV Bharat / state

Haldia Municipality: হলদিয়া পৌরসভার দুর্নীতি মামলায় গ্রেফতার শুভেন্দু 'ঘনিষ্ঠ' প্রাক্তন কাউন্সিলর

author img

By

Published : Oct 20, 2022, 12:11 PM IST

শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়া পৌরসভায় (Haldia Municipality) একাধিক দুর্নীতির অভিযোগে উঠেছে । এবার এই ঘটনায় অপর শুভেন্দু 'ঘনিষ্ঠ' সত্যব্রত দাসকে গ্রেফতার করল পুলিশ ৷ তদন্ত বেশ কয়েকজন কাউন্সিলর এবং কর্মচারীর নাম উঠে এসেছে ।

BJP Leader Arrests in Haldia Municipality corruption case
BJP Leader Arrests in Haldia Municipality corruption case

হলদিয়া, 20 অক্টোবর: হলদিয়া পৌরসভার (Haldia Municipality) প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল সত্যব্রত দাসকে গ্রেফতার করল পুলিশ । গতকাল রাতে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এর পর অবশেষে সুতাহাটা থানার পুলিশ শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' স্বপন নামে পরিচিত সত্যব্রত দাসকে গ্রেফতার করেছে ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়া পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগে উঠেছে (corruption case) । সেই অভিযোগের ভিত্তিতে মহাকুমা পুলিশ সুপার তদন্ত শুরু করেন । তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন কাউন্সিলর এবং কর্মচারীর নাম উঠে আসে । তাদের ডেকে একের পর এক জেরা করতে শুরু করেছে পুলিশ ।

গ্রেফতার শুভেন্দু 'ঘনিষ্ঠ' প্রাক্তন কাউন্সিলর

বুধবার রাতে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল সত্যব্রত দাসকে রাত এগারোটার সময় গ্রেফতার করে সুতাহাটা থানা পুলিশ । গত হলদিয়া পৌরসভা নির্বাচনে তৃণমূলে টিকিটে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন স্বপন ওরফে সত্যব্রত দাস । তিনি শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' হওয়ার কারণেই হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখান । বর্তমানে শ্যামল আদক পলাতক রয়েছেন । তাঁর নামেও হলদিয়া মহাকুমা আদালত হুলিয়া জারি করেছে ।

আরও পড়ুন: রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

হলদিয়া, 20 অক্টোবর: হলদিয়া পৌরসভার (Haldia Municipality) প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল সত্যব্রত দাসকে গ্রেফতার করল পুলিশ । গতকাল রাতে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এর পর অবশেষে সুতাহাটা থানার পুলিশ শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' স্বপন নামে পরিচিত সত্যব্রত দাসকে গ্রেফতার করেছে ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়া পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগে উঠেছে (corruption case) । সেই অভিযোগের ভিত্তিতে মহাকুমা পুলিশ সুপার তদন্ত শুরু করেন । তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন কাউন্সিলর এবং কর্মচারীর নাম উঠে আসে । তাদের ডেকে একের পর এক জেরা করতে শুরু করেছে পুলিশ ।

গ্রেফতার শুভেন্দু 'ঘনিষ্ঠ' প্রাক্তন কাউন্সিলর

বুধবার রাতে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল সত্যব্রত দাসকে রাত এগারোটার সময় গ্রেফতার করে সুতাহাটা থানা পুলিশ । গত হলদিয়া পৌরসভা নির্বাচনে তৃণমূলে টিকিটে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছিলেন স্বপন ওরফে সত্যব্রত দাস । তিনি শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' হওয়ার কারণেই হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখান । বর্তমানে শ্যামল আদক পলাতক রয়েছেন । তাঁর নামেও হলদিয়া মহাকুমা আদালত হুলিয়া জারি করেছে ।

আরও পড়ুন: রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.